ঢাকা, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
Sharenews24

সূচকের উর্ধ্বগতির মধ্যে চলছে পতন

২০২৫ এপ্রিল ৩০ ১২:৫০:৪৯
সূচকের উর্ধ্বগতির মধ্যে চলছে পতন

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে স্থিতিশীলতা যেন এখন সোনার হরিণ। টানা পতনের মধ্যে বিনিয়োগকারীরা হারাচ্ছেন আশার আলো। মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালেও সূচকের উর্ধ্বগতি সাময়িক স্বস্তি দিলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। দুপুর ১২টার আগেই বাজার ফের নিম্নমুখী হয়ে পড়ে।

সকাল ১০টা ৩৩ মিনিট পর্যন্ত বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল। এ সময় ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ৩১.৮৫ পয়েন্ট বা ০.৬৪ শতাংশ বেড়ে দাঁড়ায় ৪,৯৫৭ পয়েন্টে। তবে এরপরই সূচক দ্রুত নিচে নামতে থাকে। দুপুর ১২টায় তা এসে দাঁড়ায় ৪,৯১৯ পয়েন্টে দিনের সর্বোচ্চ অবস্থান থেকে ৩৮ পয়েন্ট এবং গতকালের তুলনায় ১৬ পয়েন্ট কম।

এই সময়ের মধ্যে বাজারে ৩৯০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়। এর মধ্যে ২০৩টির দর বেড়েছে, ১১৬টির দর কমেছে এবং ৭১টির দর অপরিবর্তিত ছিল। এ পর্যন্ত মোট লেনদেন হয়েছে প্রায় ১৪২ কোটি ৭৫ লাখ টাকার সিকিউরিটিজ।

মুয়াজ/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে