ঢাকা, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
Sharenews24

ইউনূসের সফরের মধ্যেই কাতারের সব বকেয়া পরিশোধ

২০২৫ এপ্রিল ২৫ ১০:৪৬:৩১
ইউনূসের সফরের মধ্যেই কাতারের সব বকেয়া পরিশোধ

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ সরকারের সময় কাতার থেকে তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার পরেও বকেয়া রেখে যাওয়া ২৫৪ মিলিয়ন ডলার পরিশোধ করেছে বর্তমান অন্তর্বর্তী সরকার। এই অর্থপূর্ণ লেনদেন সম্পন্ন হয়েছে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাতার সফরের সময়কালেই।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দোহায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, “আওয়ামী লীগ সরকার এলএনজি কিনে কাতারের কাছে ২৫৪ মিলিয়ন ডলার বকেয়া রেখে যায়। আমাদের সরকার দায়িত্ব নিয়ে সেই বকেয়া ধাপে ধাপে পরিশোধ করেছে। সর্বশেষ বুধবার (২৩ এপ্রিল) সম্পূর্ণ অর্থ পরিশোধ করা হয়েছে। এখন কাতারের কোনো পাওনা আমাদের কাছে নেই।”

প্রেস সচিব আরও জানান, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার সময় বিভিন্ন বিদেশি জ্বালানি কোম্পানির কাছে বাংলাদেশের মোট বকেয়া ছিল প্রায় ৩.২ বিলিয়ন ডলার। ইতোমধ্যে এই দায় কমিয়ে ৬০০ মিলিয়ন ডলারে নামিয়ে আনা হয়েছে। জ্বালানি উপদেষ্টার বরাত দিয়ে তিনি বলেন, “এই অবশিষ্ট বকেয়াও খুব দ্রুত সময়ের মধ্যেই পরিশোধ করা হবে।”

জ্বালানি খাতে বর্তমান সরকারের অগ্রগতি তুলে ধরে শফিকুল আলম বলেন, দেশের শিল্প ও বিদ্যুৎ খাতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে এলএনজি আমদানির পরিমাণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি, কাতারের সহায়তায় এক্সটেন্ডেড এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনাও চলছে।

এদিকে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে কাতার সফরকালে দেশটির শীর্ষ পর্যায়ের রাজনৈতিক ও ব্যবসায়িক নেতাদের সঙ্গে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকগুলোতে দ্বিপাক্ষিক বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা নতুন মাত্রায় উন্নীত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। এই সফর এবং বকেয়া পরিশোধ একই সময়ে হওয়ায় তা কাতারের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক পুনর্গঠনে ইতিবাচক বার্তা দিচ্ছে।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে