ঢাকা, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
Sharenews24

ইন্টারপোলের তালিকায় সাবেক ডিএমপি কমিশনার

২০২৫ এপ্রিল ২৩ ০৮:৫৪:৪৯
ইন্টারপোলের তালিকায় সাবেক ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক: পুলিশের ইতিহাসে এত বড় ক্ষমতাধর কর্মকর্তা কেউ ছিলেন কি না, তা বলাই বাহুল্য। তার ক্ষমতার কাছে অনেক কিছুই ছিল নস্যি। প্রচলিত ছিল, তিনি সরাসরি সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে সংযুক্ত ছিলেন যে সুযোগ অনেক বড় বড় আওয়ামী লীগ নেতাদেরও ছিল না। কারণটাও পরিষ্কার একজন প্রজাতন্ত্রের কর্মচারী হয়েও তিনি আওয়ামী লীগ সরকারের প্রতি ছিলেন চরম বিশ্বস্ত ও অনুগত। এর পুরস্কারও তিনি পেয়েছেন বারবার একবার ডিএমপি কমিশনার, কখনো পুলিশের সর্বোচ্চ পদে, আবার র‍্যাবের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

তার একচ্ছত্র ক্ষমতার দম্ভের শিকার হয়েছিলেন বিরোধীদলীয় রাজনৈতিক নেতা, আলেম সমাজসহ আরও অনেকে। সীমাহীন ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি এমনকি ঢাকাই সিনেমার নায়িকাদের সঙ্গে তার সম্পর্ক এসবই ছিল ওপেন সিক্রেট। এছাড়া বিরোধী দলের নেতাকর্মীদের ক্রসফায়ার, মিথ্যা মামলায় জড়ানো, খুন-গুম এসবের নায়ক ছিলেন বহুল আলোচিত ও সমালোচিত এই পুলিশ প্রধান। আওয়ামী ফ্যাাসিবাদ প্রতিষ্ঠার অন্যতম কুশীলব ছিলেন তিনি।

ভুয়া নির্বাচনে পুলিশ বাহিনীকে অন্যায়ভাবে ব্যবহার করে তিনি হাসিনা সরকারকে সন্তুষ্ট করেছিলেন। বড় বড় পদ ও পদবীর অপব্যবহার করে বেনজীর গড়েছেন দেশ-বিদেশে সম্পদের পাহাড়। নিজের ইচ্ছার বাইরে গেলে রক্ষা পাননি নিজ বাহিনীর কর্মকর্তা থেকে শুরু করে দেশের শিল্পপতিরাও। গোপালগঞ্জে বাড়ি থাকার সুবাদে সকল সুবিধা ভোগ করেছেন তিনি। বাহিনীর অভ্যন্তরেও ছিল চাপা ক্ষোভ, যা প্রকাশ পেয়েছিল তার বিদায় অনুষ্ঠানে।

সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদের বিরুদ্ধে রয়েছে দুর্নীতির বহু অভিযোগ। এসব অভিযোগে দুদক অনুসন্ধান শুরু করে। এবার তার বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশ জারি করেছে। গত ১০ এপ্রিল এই রেড নোটিশ জারি করা হয়। বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) ছাড়াও পুলিশ সদর দপ্তরের একাধিক সূত্র গণমাধ্যমকে রেড নোটিশের বিষয়টি নিশ্চিত করেছে।

ওই সূত্র আরও জানিয়েছে, বেনজীরের অবস্থান শনাক্ত হওয়ার পর ইন্টারপোলের ওয়েবসাইটে রেড নোটিশটি প্রকাশ করা হবে।

উল্লেখ্য, ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে আওয়ামী লীগ সরকারের আমলেই বেনজীর আহমেদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছিল দুদক। অনুসন্ধান চলাকালে গত বছরের ৪ মে তিনি সপরিবারে দেশ ত্যাগ করেন।

২০২০ সালের এপ্রিল থেকে ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত আইজিপির দায়িত্ব পালন করেন বেনজীর। তার আগে ২০১৫ থেকে ২০২০ সালের এপ্রিল পর্যন্ত ছিলেন র‍্যাবের মহাপরিচালক। তার বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যা, গুম, খুন ও দুর্নীতিসহ নানা অভিযোগের তদন্ত চলছে।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে