ঢাকা, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
Sharenews24

সরকারের ভুলের মাশুল আমরা কেন দেব?

২০২৫ এপ্রিল ১৫ ২৩:৪৭:১০
সরকারের ভুলের মাশুল আমরা কেন দেব?

নিজস্ব প্রতিবেদক: বিভাগীয় পরীক্ষাসহ অন্যান্য সকল নিয়ম মেনে ক্যাডারভুক্ত হতে চাইলেও তৎকালীন সরকার সেটি না করেই নন-ক্যাডার হিসেবে ক্যাডারভুক্ত করেছে। এখন এই ক্যাডারভুক্তির কারণে একের পর এক জটিলতা এবং হয়রানির মুখে পড়ছেন চিকিৎসকরা। তাদের অভিযোগ, সরকারের ভুলের মাশুল আমরা কেন দেব? এভাবেই আক্ষেপ প্রকাশ করেছেন এডহক থেকে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারভুক্ত চিকিৎসকেরা।

চিকিৎসকদের দাবি হলো চাকরিতে প্রথম যোগদান থেকে তাঁদের স্থায়ীকরণ এবং চলমান পদোন্নতির প্রক্রিয়ায় অন্তর্ভুক্তির জন্য চারটি দাবি সরকারের কাছে তুলে ধরেছেন তাঁরা।

মঙ্গলবার (১৫ এপ্রিল) মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে সাক্ষাৎ করে চারদফা দাবি সংবলিত স্মারকলিপি প্রদান করেছেন তারা, যেখানে কয়েকশ চিকিৎসক উপস্থিত ছিলেন।

বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারভুক্ত অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ডা. মো. জাকির হুসেইন এবং সদস্য সচিব ডা. মো. জাহীদ ইকবালের স্বাক্ষরিত স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ২০১০-২০১১ সালে এডহক ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত এসব চিকিৎসক বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সুপারিশের মাধ্যমে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারভুক্ত হন।

চাকরিতে যোগদানের পর থেকেই তাঁদের একাডেমিক, সামাজিক এবং অর্থনৈতিক বঞ্চনার শিকার হতে হচ্ছে। বর্তমানে চলমান পদোন্নতির প্রক্রিয়ায় বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারভুক্ত চিকিৎসকদের বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে, যদিও সরকারই তাঁদের পদোন্নতি দিয়েছিল।

তারা সরকারের কাছে চারটি দাবি করেছেন:

বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) সুপারিশ অনুযায়ী চাকরিতে প্রথম যোগদানের তারিখ থেকে ক্যাডার পদে স্থায়ীকরণ এবং দ্রুত প্রজ্ঞাপন জারি করা।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক গঠিত কমিটির ১৪ জানুয়ারির সভার সিদ্ধান্ত অনুযায়ী ক্যাডার ও নন-ক্যাডার সকল চিকিৎসককে পদোন্নতির ব্যবস্থা করা।

পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি না থাকা চিকিৎসকদের জন্য নিয়ম অনুযায়ী পদোন্নতি দিয়ে প্রশাসনিক পদে নিয়োগ নিশ্চিত করা।

সম্প্রতি অন্যান্য পদে পদ অবনমন করা ইউএইচএফপিও এবং আরএমওদের পূর্ব পদে ফিরে দেওয়ার দাবি।

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন চিকিৎসকরা। আহ্বায়ক জাকির হুসেইন বলেন, ‘উপজেলায় চিকিৎসকের অভাবে মানুষ চিকিৎসা পাচ্ছিল না, সরকার আমাদের ডাকে সাড়া দিতে বলেছিল। আমাদের ১০ হাজারেরও বেশি চিকিৎসক পরীক্ষা দিয়েছে এবং এডহক ভিত্তিতে নিয়োগ পেয়েছে। আমরা নিয়মিতকরণের দাবি জানিয়েছিলাম, কিন্তু সরকার তা মেনে নেয়নি।’

তিনি আরও বলেন, ‘সরকার অভিজ্ঞতাকে প্রাধান্য দিয়ে বলেছিল যে, কোনো প্রয়োজন নেই। কিন্তু বিসিএস স্বাস্থ্য ক্যাডাররা আদালতে রিট করা পরেই সমস্যা দেখা দেয়। আমরা তো সরকারের নির্দেশনা অনুযায়ীই কাজ করেছি, তাহলে আমাদের সমস্যা কেন?’ এবিষয়ে সিদ্ধান্তে পৌঁছানোর জন্য সরকারের সহযোগিতা কামনা করছেন চিকিৎসকরা।

মিজান/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে