ঢাকা, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
Sharenews24

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বাংলাদেশের বড় অগ্রগতি

২০২৫ এপ্রিল ১০ ১৯:৫৪:৩১
যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বাংলাদেশের বড় অগ্রগতি

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এ সময়ে মার্কিন বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি হয়েছে ১৫০ কোটি ডলার, যা ২০২৪ সালের একই সময়ের তুলনায় ২৬.৬৪ শতাংশ বেশি। গত বছর একই সময়ে রপ্তানির পরিমাণ ছিল ১১৮ কোটি ডলার।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য পরিসংখ্যান সংস্থা ওটেক্সার তথ্যের বরাত দিয়ে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) জানিয়েছে, ২০২৫ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী মোট ১৩.৫৫ বিলিয়ন ডলারের পোশাক আমদানি করেছে, যা আগের বছরের তুলনায় ১১.২০ শতাংশ বেশি। ২০২৪ সালে এই অংক ছিল ১২.১৮ বিলিয়ন ডলার। এর মধ্যে বাংলাদেশের অংশ ছিল উল্লেখযোগ্য।

আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের অবস্থানবিশ্বের অন্যান্য প্রধান রপ্তানিকারক দেশের মধ্যে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে ভারতের প্রবৃদ্ধি হয়েছে ২৫.৭০ শতাংশ, পাকিস্তানের ২৩.০৫ শতাংশ, ভিয়েতনামের ১১.১৪ শতাংশ এবং চীনের ৮.৮৫ শতাংশ।

পরিমাণের (পিস) দিক থেকে যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে ২৩.৩৮ শতাংশ বেশি পোশাক আমদানি করেছে। তুলনায় ভারতের বৃদ্ধি ছিল ৩১.৯০ শতাংশ, পাকিস্তানের ২৪.৬৮ শতাংশ, ভিয়েতনামের ৭.২৫ শতাংশ এবং চীনের ৫.৭৮ শতাংশ। বৈশ্বিক গড় প্রবৃদ্ধি ছিল ৯.৭৯ শতাংশ।

পিসপ্রতি দামে ইতিবাচক পরিবর্তনপিসপ্রতি গড় দামের ক্ষেত্রেও (ইউনিট প্রাইস) বাংলাদেশের পোশাকের দাম বেড়েছে ২.৬৪ শতাংশ। ভিয়েতনামের দাম বেড়েছে ৩.৬২ শতাংশ এবং চীনের ২.৯১ শতাংশ। অন্যদিকে ভারতের ইউনিট প্রাইস কমেছে ৪.৭১ শতাংশ এবং পাকিস্তানের ১.৩০ শতাংশ। বিশ্বব্যাপী গড় ইউনিট প্রাইস বেড়েছে ১.২৮ শতাংশ।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের এই অগ্রগতি বৈশ্বিক প্রতিযোগিতায় দেশের অবস্থানকে আরও শক্তিশালী করবে। তবে এই ধারা ধরে রাখতে হলে চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুতি নেওয়া জরুরি।

বিজিএমইএর সাবেক পরিচালক ও বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, “এই প্রবৃদ্ধি বাংলাদেশের পোশাক শিল্পের মান, দক্ষতা ও সক্ষমতারই প্রমাণ। তবে প্রতিযোগিতামূলক সুবিধা ধরে রাখতে হলে প্রযুক্তি, দক্ষতা উন্নয়ন এবং টেকসই উৎপাদনের ওপর আরও জোর দিতে হবে।”

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে