ঢাকা, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
Sharenews24

পাঁচ কোম্পানির উদ্যেক্তা পরিচালকদের শেয়ার বিক্রির ধুম

২০২৫ এপ্রিল ০৫ ১৮:১০:৩৩
পাঁচ কোম্পানির উদ্যেক্তা পরিচালকদের শেয়ার বিক্রির ধুম

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত পাঁচ ব্যাংকের উদ্যোক্তা পরিচালকরা ব্যাপক অঙ্কে তাদের শেয়ার বিক্রি করেছেন। যার ফলে এসব ব্যাংকের উদ্যোক্তা পরিচালকদের সম্মিলিত শেয়ার ৩০ শতাংশের নিচে নেমে এসেছে। এই পরিস্থিতি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ন্যূনতম শেয়ার ধারনের নির্দেশনার পরিপন্থী।

বিএসইসির বিধিমালা অনুযায়ী, প্রতিটি তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের সম্মিলিত শেয়ার ন্যূনতম ৩০ শতাংশ থাকতে হবে। কিন্তু তথ্য পর্যালোচনায় দেখা গেছে এই পাঁচটি ব্যাংক বিএসইসির নির্দেশনা অনুসরণ করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে।

বিশ্লেষকদের মতে, উদ্যোক্তা পরিচালকদের শেয়ারের পরিমাণ কমে যাওয়া মানে তাদের প্রতিষ্ঠানের পরিচালনায় আগ্রহ কমে যাওয়ার ইঙ্গিত দেয়, যা বিনিয়োগকারীদের মধ্যে আস্থা বিনষ্ট করতে পারে। এতে করে এসব প্রতিষ্ঠানের শেয়ারের মূল্যও অস্থিতিশীল হয়ে পড়ে।

বিএসইসি একাধিকবার এসব ব্যাংককে প্রয়োজনীয় শেয়ার ধারনের নির্দেশ দিয়েছে। কিন্তু উদ্যোক্তাদের আগ্রহের অভাব এবং বাজার পরিস্থিতির কারণে এই নির্দেশনা বাস্তবায়নে সঠিক অগ্রগতি দেখা যাচ্ছে না। কিছু ক্ষেত্রে এর অবনতিও লক্ষ করা গেছে।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, অতীতে কোনো ব্যাংকের উদ্যোক্তা ও পরিচালকদের সম্মিলিত শেয়ার ৩০ শতাংশের নিচে ছিল না। কিন্তু বর্তমানে এস আলম এবং শিকদার গ্রুপের নিয়ন্ত্রণাধীন কয়েকটি ব্যাংকের শেয়ারের ব্যাপক বিক্রির কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

এই ব্যাংগুলোর মধ্যে ইসলামী ব্যাংক হলো সবচেয়ে খারাপ অবস্থায়; এখানে উদ্যোক্তা পরিচালকদের শেয়ার বর্তমানে মাত্র ০.১৮ শতাংশ। ২০২৩ সালের ৩১ ডিসেম্বর ব্যাংকটিতে তাদের শেয়ার ছিল ৩৫.৮৯ শতাংশ।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে উদ্যোক্তা পরিচালকদের শেয়ার কমে ৫.৯০ শতাংশে নেমে এসেছে, যা ২০২৩ সালের ৩১ ডিসেম্বর ছিল ৩০.১৪ শতাংশ।

সোশ্যাল ইসলামী ব্যাংকে ২০২৩ সালের শেষ তারিখে উদ্যোক্তা পরিচালকদের শেয়ার ছিল ৩৪.১০ শতাংশ, যা বর্তমানে ১১.৬২ শতাংশে দাঁড়িয়েছে।

আল-আরাফা ইসলামী ব্যাংকের উদ্যোক্তা পরিচালকদের শেয়ার ২০২৩ সালের ৩১ ডিসেম্বর ছিল ৫৯.৫৬ শতাংশ, বর্তমানে তা কমে ১৬.১১ শতাংশ হয়েছে।

শিকদার গ্রুপের নিয়ন্ত্রণাধীন ন্যাশনাল ব্যাংকে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর উদ্যোক্তা পরিচালকদের শেয়ার ছিল ২০.৩৩ শতাংশ, যা বর্তমানে ১৫.৫৩ শতাংশে নেমে এসেছে। এর আগে ২০২০ সালের আগে ব্যাংকটিতে উদ্যোক্তা পরিচালকদের শেয়ার ৩০ শতাংশের বেশি ছিল।

মামুন/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে