ঢাকা, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫
Sharenews24

আশ্রয়ণ প্রকল্পের ঘরে তালা, বাসিন্দারা অনেকেই বিদেশে

২০২৫ মার্চ ৩০ ০০:০৫:৫১
আশ্রয়ণ প্রকল্পের ঘরে তালা, বাসিন্দারা অনেকেই বিদেশে

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের বনগাঁও গ্রামে আশ্রয়ণ প্রকল্পের সরকারি ঘর পেয়ে অনেক দরিদ্র পরিবার উপকৃত হলেও কিছু অনিয়ম ও অসংগতি স্পষ্ট হয়ে উঠেছে।

প্রকৃত গৃহহীন ও দুস্থদের জন্য বরাদ্দকৃত এসব ঘরের একটি অংশ কৌশলে দখল করে নিয়েছেন এমন কিছু ব্যক্তি, যাদের আসলে ঘরের প্রয়োজন নেই। বরং তাদের নিজস্ব জমি ও বাড়িঘর রয়েছে। ফলে বরাদ্দকৃত ঘরগুলো তালাবদ্ধ অবস্থায় পড়ে থাকছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রকল্পের ৬০টি ঘরের মধ্যে ৮ থেকে ১০টি ঘর বছরের পর বছর তালাবদ্ধ রয়েছে। ঘরগুলোর বারান্দায় আবর্জনা জমে গেছে এবং দরজায় মাকড়সার জাল লক্ষ্য করা গেছে। প্রকৃতভাবে যারা এই ঘর পেয়েছেন, তাদের কেউ কেউ অন্যত্র চলে গেছেন, কেউ বিদেশে আছেন, আবার কেউ নিজের জমিতে বাড়ি বানিয়ে সেখানে থাকছেন।

স্থানীয়দের অভিযোগ, সরকারি বরাদ্দ পাওয়া এসব ঘরে প্রকৃত দুস্থরা থাকতে পারছেন না। যেমন, ১৪ নম্বর ঘরের বরাদ্দপ্রাপ্ত নূর মোহাম্মদ এবং ১৮ নম্বর ঘরের সেলিম আহমেদ ওমানে অবস্থান করছেন এবং তারা কখনোই প্রকল্পের ঘরে থাকেননি। ২৭ নম্বর ঘরের জামাল আহমেদ নিজের বরাদ্দকৃত ঘর অন্যকে দিয়ে দিয়েছেন।

এলাকার বাসিন্দা সুজন মিয়া বলেন, আশ্রয়ণ প্রকল্পের ৬০টি ঘরের মধ্যে অনেক ঘর তালাবদ্ধ অবস্থায় রয়েছে। কিছু ব্যক্তিরা বরাদ্দ পাওয়া ঘর বিক্রি করার চেষ্টা করছেন, যা প্রকৃত দুস্থদের দুর্ভোগ আরও বাড়াচ্ছে।

স্থানীয়রা জানিয়েছেন, প্রকল্পে অন্তত ৭ থেকে ৮টি ঘর বছরের পর বছর তালাবদ্ধ পড়ে আছে। এখানে যারা থাকেন, তারা দারিদ্র্যপীড়িত এবং দিনমজুর শ্রেণির মানুষ, অথচ যারা পারিবারিকভাবে ঘর থেকে দূরে রয়েছেন, তারা নিজেদের বাড়ি ও জমিতে অবস্থান করছেন।

এদিকে, ১৪ নম্বর ঘরের নূর মোহাম্মদের স্ত্রী শিলা বেগম জানান, তাদের নিজের জমি রয়েছে এবং তিনি সব সময় বাড়িতে থাকেন। এছাড়া, ১৮ নম্বর ঘরের সেলিম আহমেদের ছেলে শামিম আহমেদ বলেন, তাদের পরিবার চাচার বাড়িতে থাকছে এবং তাদের ঘরে যাওয়া হয়নি।

সার্বিকভাবে, জগন্নাথপুর উপজেলার এই আশ্রয়ণ প্রকল্পের কিছু ঘর তালাবদ্ধ থাকার কারণে প্রকৃত দুস্থরা আশ্রয় পাচ্ছেন না। প্রশাসনের উচিত সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত সুবিধাভোগীদের ঘর প্রদান করা, যাতে এই অনিয়ম রোধ করা সম্ভব হয়।

মারুফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে