ঢাকা, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫
Sharenews24

গরুর মাংস ১৬০ টাকায়, ক্রেতাদের ভিড়

২০২৫ মার্চ ২৮ ১২:৩০:৪৮
গরুর মাংস ১৬০ টাকায়, ক্রেতাদের ভিড়

নিজস্ব প্রতিবেদক : নওগাঁর রমজান উপলক্ষে জেলা প্রশাসন সুলভ মূল্যে দোকান চালু করেছে যেখানে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিক্রি করা হচ্ছে। তবে, এই দোকানে সবচেয়ে বেশি ক্রেতাদের আগ্রহ গরুর মাংস কেনার জন্য। বর্তমানে ৬৪০ টাকায় প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে এবং ২৫০ গ্রাম গরুর মাংস পাওয়া যাচ্ছে মাত্র ১৬০ টাকায়।

জেলা প্রশাসন এই বিশেষ দোকানগুলো চালু করেছে জেলার ১১টি উপজেলায়, যেখানে ক্রেতারা বিভিন্ন প্রয়োজনীয় পণ্য কিনতে পারবেন। এই দোকানে প্রতি সপ্তাহের শুক্রবার ও মঙ্গলবার গরুর মাংস বিক্রি করা হয়, এবং প্রতিটি ক্রেতা সর্বনিম্ন ২৫০ গ্রাম থেকে সর্বোচ্চ ২ কেজি পর্যন্ত গরুর মাংস কিনতে পারছেন।

রমজান মাসে মাংসের চাহিদা বেড়ে যাওয়ায়, ক্রেতারা বিশেষ করে ঈদুল ফিতরের আগে এই দোকানে ভিড় করছেন। ভ্যান চালক হোসেন শেখ বলেন, "ঈদুল ফিতরের দিনটিতে পরিবার নিয়ে গরুর মাংস খাওয়া খুবই আনন্দের বিষয়। তবে, যদি আরও গরু জবাই করা যেত, তাহলে আরো মানুষ এটি কিনতে পারতেন।"

এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল জানিয়েছেন, রমজান ও ঈদের সময় নিম্ন আয়ের মানুষদের কথা চিন্তা করে এই ব্যবস্থা নেয়া হয়েছে। তিনি আরও বলেন, "এই দোকান থেকে পণ্য বিক্রি করা হয় বিনা লাভে, তবে গরু জবাই করতে খরচ বেশি হওয়ায় একাধিক গরু জবাই করা কঠিন। তবে ঈদের আগেই যদি সম্ভব হয়, তাহলে আরও গরু জবাই করা হবে।"

এই দোকানে গরুর মাংস ছাড়াও, অন্যান্য পণ্য যেমন চিনি, মুড়ি, ছোলা, ডাল, তেল, ডিম এবং চিড়া ভাজা স্বল্প দামে পাওয়া যাচ্ছে। এতে করে মধ্যম ও নিম্ন আয়ের মানুষ ঈদের খাবারের তালিকায় আমিষ রাখতে পারছেন।

এটি এমন একটি উদ্যোগ যা সমাজের গরীব ও নিম্ন শ্রেণির মানুষের জন্য বড় সাহায্য হিসেবে কাজ করছে, বিশেষ করে ঈদ ও রমজান উপলক্ষে।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে