ঢাকা, সোমবার, ৩১ মার্চ ২০২৫
Sharenews24

১২ পোশাক কারখানার মালিকদের ওপর নিষেধাজ্ঞা

২০২৫ মার্চ ২৫ ২১:০৬:৪৬
১২ পোশাক কারখানার মালিকদের ওপর নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক : দেশে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধে ব্যর্থ হওয়া ১২টি পোশাক কারখানার মালিকদের বিরুদ্ধে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। ঈদুল ফিতরের আগে সরকারের নির্ধারিত সময়ে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ না করায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে ২৫ মার্চ থেকে, এবং এসব মালিকরা ততদিন পর্যন্ত বিদেশ যেতে পারবেন না যতদিন না তারা শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করেন।

নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন মঙ্গলবার (২৫ মার্চ) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে এসব কারখানার মালিকদের বিষয়ে তথ্য দেওয়া হয়েছে।

এম সাখাওয়াত হোসেন বলেন, "২৭ মার্চের মধ্যে পোশাক কারখানার শ্রমিকদের বেতন ও ভাতা পরিশোধ করার কথা ছিল, কিন্তু ১২টি কারখানা এ সময়সীমার মধ্যে তা পরিশোধ করতে পারছে না।" তিনি আরও বলেন, "বিশেষত ৫টি কারখানায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।"

তিনি জানান, যেসব কারখানা নির্ধারিত সময়ের মধ্যে বেতন-ভাতা পরিশোধ করতে পারছে না, তাদের মালিকদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সরকার শ্রম আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

সাখাওয়াত হোসেন বলেন, "২৭ মার্চের পর যদি আরও কোনো কারখানা শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ না করতে পারে, তাহলে তাদের বিরুদ্ধেও সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

এছাড়া, তিনি আরও জানান যে, ১৩ মার্চ ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (টিসিসি) সভায় সিদ্ধান্ত হয়েছিল যে, ঈদের আগে কোনো শ্রমিককে চাকরিচ্যুত বা ছাঁটাই করা যাবে না। তবে, নির্ধারিত তারিখের পরেও বেশ কিছু কারখানায় শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ হয়নি, যার কারণে বিক্ষোভও হয়েছে।

গাজীপুরের টঙ্গীতে শ্রমিকেরা বেতন এবং ঈদ বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এছাড়া, কালিয়াকৈর ও সাভারের বিভিন্ন কারখানার শ্রমিকরাও বেতন-ভাতার দাবিতে রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছে।

সরকার এই পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে, যাতে শ্রমিকদের প্রাপ্য বেতন-বোনাস যথাসময়ে পরিশোধ করা হয়।

মুসআব/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে