ঢাকা, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫
Sharenews24

১১ জন বেসামরিক নাগরিক নিহত, নেপথ্যে যে কারণ

২০২৫ মার্চ ৩০ ১৩:৩৬:৫১
১১ জন বেসামরিক নাগরিক নিহত, নেপথ্যে যে কারণ

নিজস্ব প্রতিবেদক: পাকিস্তানের মারদানে ১১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। স্থানীয়রা জানিয়েছে, এক ড্রোন হামলা তারা নিহত হয়। তবে দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, সামরিক অভিযান পরিচালনার সময় তারা নিহত হয়েছে। শনিবার (২৯ মার্চ) মারদার জেলার তাকলাং তেসিল এলাকার শামোজিয়াতে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের দাবি, নিহতরা সাধারণ মানুষ ছিলেন। তাদের মধ্যে নারী ও শিশু রয়েছে। তারা খামারি হিসেবে কাজ করছিলেন।

প্রাদেশিক সরকার এই ঘটনা স্বীকার করে এক প্রেস নোটে জানিয়েছেন, এটি একটি অপ্রত্যাশিত ঘটনা ছিল। তিনি আরও বলেন, পাহাড় বেষ্টিত এলাকা কাতলাংয়ে সন্ত্রাসী বিরোধী অভিযান চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী জানতে পারে সেখানে সন্ত্রাসীদের আস্তানা রয়েছে।

প্রেস নোটে বলা হয়, এই অভিযান পরিচালনা করতে গিয়ে অপ্রত্যাশিতভাবে কয়েকজন বেসামরিক লোক নিহত হয়েছে। যা অত্যন্ত দুঃখজনক। এতে আরও দাবি করা হয়, অভিযানটি সফলভাবে পরিচালিত হয়েছে। এতে সন্ত্রাসীদের একাধিক উচ্চমূল্যের বস্তু ধ্বংস করা হয়েছে।

সন্ত্রাসী বিরোধী অভিযানে যেসব বেসামরিক মানুষ আহত হয়েছেন তাদেরকে চিকিৎসা সুবিধা প্রদানসহ পরিবারকে সহযোগিতার নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার। এছাড়া এ ঘটনা তদন্তে জরুরিভাবে পদক্ষেপ নিতে বলা হয়েছে। আরিফ/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে