ঢাকা, সোমবার, ৩১ মার্চ ২০২৫
Sharenews24

চিকিৎসা সহায়তা নিয়ে মিয়ানমার যাচ্ছে সশস্ত্র বাহিনী

২০২৫ মার্চ ২৯ ২৩:৩৮:১৮
চিকিৎসা সহায়তা নিয়ে মিয়ানমার যাচ্ছে সশস্ত্র বাহিনী

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পের ফলে মৃতের সংখ্যা এবং ক্ষয়ক্ষতির মাত্রা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। হাসপাতালগুলোতেও আহতদের সংখ্যা বাড়ছে। এমন পরিস্থিতিতে পাশে থাকার উদ্দেশ্যে রোববার (৩০ মার্চ) বিশেষ বিমানে মেডিকেল সহায়তা নিয়ে মিয়ানমারে যাচ্ছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উদ্ধারকারী দল।

শনিবার (২৯ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়েছে, ভূমিকম্পের ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতির প্রেক্ষিতে জরুরি ভিত্তিতে ওষুধ, ত্রাণসামগ্রী, উদ্ধার ও মেডিকেল সহায়তার জন্য শনিবার (৩০ মার্চ) বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উদ্ধারকারী দল মিয়ানমারে রওনা হবে।

এদিকে, শুক্রবার (২৮ মার্চ) মিয়ানমারে দুটি শক্তিশালী ভূমিকম্প, যার মাত্রা ছিল ৭.৭ এবং ৬.৪, আঘাত হানে। এই ভূমিকম্পের প্রভাবে মিয়ানমারের একপাশে থাইল্যান্ড এবং অন্যপাশে বাংলাদেশেও প্রচণ্ড ঝাঁকুনি অনুভূত হয়।

শক্তিশালী এই ভূমিকম্পের পর ইতোমধ্যে শতাধিক বিদেশি উদ্ধারকর্মী ওই অঞ্চলে পৌঁছেছেন। শনিবার তারা উদ্ধার কার্যক্রমে যোগদান করেন।

প্রতিবেদন অনুযায়ী, গত কয়েক বছরের সংঘাত ও সহিংসতার পাশাপাশি এই ভূমিকম্পের ফলে প্রায় ১,৬০০ জন প্রাণ হারিয়েছে।

মারুফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে