ঢাকা, সোমবার, ৩১ মার্চ ২০২৫
Sharenews24

ঈদগাহ মাঠে ১৪৪ ধারা জারি

২০২৫ মার্চ ৩০ ১৭:৩২:৫৮
ঈদগাহ মাঠে ১৪৪ ধারা জারি

নিজস্ব প্রতিবেদক: একাধিক পক্ষের সংঘর্ষের আশঙ্কায় ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানা এলাকায় ঈদগাহ মাঠে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

রবিবার (৩০ মার্চ) দুপুরে গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনএম আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার সন্ধ্যা ৬টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত পাঁচবাগ ইউনিয়নের লামকাইন ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের দিন ১৪৪ ধারা জারির নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ওই এলাকায় সব ধরনের আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন, লাঠি বা দেশি অস্ত্র বহন ও প্রদর্শন, আতশবাজি, পটকা, মাইকিং বা শব্দযন্ত্র ব্যবহার, পাঁচ জনের বেশি ব্যক্তি একসঙ্গে চলাফেরা, সভা-সমাবেশ, মিছিল ইত্যাদি নিষিদ্ধ থাকবে।

এ ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।আরিফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে