ঢাকা, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫
Sharenews24

ছাত্রদল নেতার টাকা বিতরণের ভিডিও নিয়ে যা জানা গেল

২০২৫ মার্চ ৩০ ১৫:৪৮:২৬
ছাত্রদল নেতার টাকা বিতরণের ভিডিও নিয়ে যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মাসুদুর রহমান মাসুদের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে তিনি দলীয় নেতাকর্মীদের মাঝে টাকা বিতরণ করছেন। ভিডিওটি ২৯ মার্চ রাতে মাসুদ তার নিজের ফেসবুক পেজে পোস্ট করেন, যার ক্যাপশনে লেখা ছিল, "সালামি শুধু উপহার নয়, এটি ঈদের খুশির প্রতীক।"

ভিডিওতে দেখা যায়, মাসুদের চারপাশে প্রায় ত্রিশজন যুবক ঘিরে আছেন, এবং তিনি এক হাজার ও পাঁচশ টাকার নোট গুনে তাদের মাঝে বিলি করছেন। ভিডিওটির কিছু অংশে দেখা যায়, মাসুদের পাশে এক যুবক তাকে টাকা গুনতে সহায়তা করছে।

এ বিষয়ে মাসুদ জানিয়েছেন, তিনি প্রতিবছর ঈদ উপলক্ষে তার ব্যবসার লাভ থেকে দলের নেতাকর্মীদের ঈদ উপহার ও সালামি দিয়ে থাকেন। তবে এই বছর সময় স্বল্পতার কারণে পাঞ্জাবি কিনে দিতে না পারায় তিনি নগদ টাকা দিয়েছেন, যা মোট দুই লাখ টাকা। তিনি বলেন, "এটি কোনো দোষের কিছু নয়, ঈদ উপহার দেওয়া একটি সাধারণ বিষয়।"

মাসুদ আরও জানান, এই ভিডিওটি তিনি নিজে করেননি, তার ফেসবুক পেজের একাধিক এডমিনের মধ্যে কেউ এটি প্রকাশ করেছে। ভিডিওটি প্রকাশ করার পেছনে তার কোনো উদ্দেশ্য ছিল না, তবে ভবিষ্যতে এমন ভিডিও প্রকাশে আরও সতর্ক হওয়ার কথা জানান তিনি।

আরিফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে