ঢাকা, সোমবার, ৩১ মার্চ ২০২৫
Sharenews24

স্টার্টআপ কোম্পানিগুলোর জন্য সুখবর দিল বাংলাদেশ ব্যাংক

২০২৫ মার্চ ২৭ ২২:২৩:২৩
স্টার্টআপ কোম্পানিগুলোর জন্য সুখবর দিল বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংক দেশের স্টার্টআপ ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য সুখবর দিয়েছে। বিদেশে বিনিয়োগের অনুমতি দিয়েছে। এখন থেকে স্টার্টআপগুলো বিদেশে একাধিক কোম্পানি গঠনের জন্য ১০ হাজার ডলার পর্যন্ত পাঠাতে পারবে, যা কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়াই করা যাবে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) বাংলাদেশ ব্যাংকের জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিবাসী প্রতিষ্ঠানগুলো এখন থেকে ব্যাংকের মাধ্যমে বিদেশে কোম্পানি প্রতিষ্ঠার জন্য রেমিট্যান্স পাঠানোর আবেদন করতে পারবে। একই প্রক্রিয়ায় ব্যক্তিগতভাবে বাংলাদেশি নাগরিকদেরও বিদেশে কোম্পানি প্রতিষ্ঠার অনুমতি দেওয়া হয়েছে।

তবে আবেদনকারীদের একটি উদ্ভাবনী ধারণা থাকতে হবে, যা বিদেশে ব্যবসা সম্প্রসারণে সাহায্য করবে এবং পরবর্তীতে বাংলাদেশে বিনিয়োগ ও আয় আনার সুযোগ সৃষ্টি করবে।

এছাড়া, বাংলাদেশ ব্যাংক ছোট আকারের বিনিয়োগ ছাড়াও নিবাসী কোম্পানিগুলোকে তাদের নিজস্ব শেয়ার/সিকিউরিটিজের বিনিময়ে বিদেশি কোম্পানির শেয়ার সোয়াপের মাধ্যমে বিদেশে বিনিয়োগের সুযোগ দিয়েছে। এই প্রক্রিয়ায় নগদ অর্থের প্রয়োজন হবে না এবং বিদেশে বিনিয়োগের ক্ষেত্রে শেয়ার/সিকিউরিটিজের সোয়াপ অনুপাত বিশ্বব্যাপী সেরা চর্চার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।

এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা জানান, এটি মূলধনী হিসাবের লেনদেন উন্মুক্ত করার প্রথম পদক্ষেপ। সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞরা ধারণা করছেন, নতুন বিধিব্যবস্থা বিদেশে প্রতিষ্ঠিত কোম্পানির মাধ্যমে দেশে প্রত্যক্ষ বিনিয়োগ প্রবাহ বৃদ্ধি করবে, যা বিদেশে পাঠানো অর্থের তুলনায় অনেক বেশি হবে।

মামুন/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে