ঢাকা, সোমবার, ৩১ মার্চ ২০২৫
Sharenews24

আওয়ামী লীগের যারা কলকাতায় তারা ক্রিমিনাল: স্বরাষ্ট্র উপদেষ্টা

২০২৫ মার্চ ৩০ ১৬:০৩:৪১
আওয়ামী লীগের যারা কলকাতায় তারা ক্রিমিনাল: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: ভারতের কলকাতায় এক ইফতার পার্টিতে আওয়ামী লীগের সদস্যদের নাশকতার পরিকল্পনা রয়েছে—এমন একটি বক্তব্য ছড়িয়ে পড়েছে। এই বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, "কলকাতায় যারা আছেন, তারা ক্রিমিনাল। ক্রিমিনালরা সব সময় এ ধরনের পরিকল্পনা করতে পারে। আমরা ক্রিমিনালদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।"

রোববার (৩০ মার্চ) জাতীয় ঈদগাহ মাঠের সার্বিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, "জাতীয় ঈদগাহে প্রায় ৩৫ হাজার মুসল্লি ঈদের জামাতে অংশ নেন। এখানে অনেক গুণীজন ও গণ্যমান্য ব্যক্তিরা আসেন। তাদের নিরাপত্তার জন্য আমরা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি। ঈদের নামাজের জন্য অজুর ব্যবস্থা, খাবার পানির ব্যবস্থা এবং জরুরি চিকিৎসার জন্য ব্যবস্থাও রাখা হয়েছে। এখানে কারো জায়নামাজ নিয়ে আসার প্রয়োজন নেই, সবার জন্য কার্পেটের ব্যবস্থা করা হয়েছে।"

তিনি আরও জানান, "আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে সারাদেশে নাশকতার আশঙ্কা থাকলেও নিরাপত্তার কোনো অভাব নেই। যদি সাংবাদিকরা কোনোসংবাদ পান, তাহলে আমাদের জানাবেন; আমরা তাতে প্রতিক্রিয়া জানাব।"

এর আগে তিনি সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন। সেখানেও জানান, এবারের ঈদযাত্রায় ট্রেনের টিকিট কালোবাজারি রোধে কঠোর নজরদারি ছিল, যার ফলে রেলওয়ের কোনো কর্মকর্তাও এই অপকর্মে জড়িত হওয়ার সাহস পাননি।

তিনি বলেন, "পথে চাঁদাবাজি ও গাড়ি থামানোর মতো ঘটনার পুনরাবৃত্তি হয়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালনে সচেষ্ট ছিলেন এবং নির্দেশনা অনুযায়ী কাজ করেছেন। সব মিলিয়ে এবারের ঈদযাত্রা ইতিবাচক ফলাফল এনেছে।"

মারুফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে