ঢাকা, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
Sharenews24

জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত, বিপুলসংখ্যক মুসল্লির অংশগ্রহণ

২০২৫ মার্চ ৩১ ০৯:০৩:৩১
জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত, বিপুলসংখ্যক মুসল্লির অংশগ্রহণ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। জামাতে বিপুলসংখ্যক মুসল্লি অংশ নিয়েছেন।

সকাল সাড়ে ৮টায় শুরু হওয়া এ জামাতে অংশ নিতে ভোর থেকেই মুসল্লিরা কঠোর নিরাপত্তা ব্যবস্থা অতিক্রম করে ঈদগাহ ময়দানে প্রবেশ করেন।

সোমবার (৩১ মার্চ) সকাল ৭টার দিকেই ঈদগাহের চারপাশে দীর্ঘ লাইন দেখা যায়। পল্টন মোড়, মৎস্য ভবন, হাইকোর্ট প্রাঙ্গণ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে মুসল্লিরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ঈদগাহে প্রবেশ করেন।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক জামাতের ইমামতি করেন। আর ক্বারী হিসেবে দায়িত্ব পালন করেন মসজিদের মুয়াজ্জিন মুহাম্মদ হাবিবুর রহমান।

জামাতে অংশ নেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সুপ্রিম কোর্টের বিচারপতিরা, রাজনীতিবিদ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ব্যবস্থাপনায় আয়োজিত ঈদগাহ ময়দানটি প্রায় ৩ লাখ ২২ হাজার ৮০০ বর্গফুট আয়তনের, যেখানে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করেন।

মারুফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে