ঢাকা, সোমবার, ৩১ মার্চ ২০২৫
Sharenews24

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা

২০২৫ মার্চ ৩০ ২১:৪৪:৩৬
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।

রোববার (৩০ মার্চ) এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতরে সবাইকে জানাই ঈদ মোবারক। পরিবার-পরিজন নিয়ে নির্বিঘ্নে ও আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করুন।

তিনি দেশবাসীকে আত্মীয়-স্বজনের কবর জিয়ারত, গরিব ও দুস্থ মানুষের খোঁজখবর নেওয়া এবং তাদের ভবিষ্যৎ উন্নতির জন্য চিন্তা করার আহ্বান জানান। তিনি আরও বলেন, আপনার সন্তানদের তাদের সঙ্গে পরিচিত করানোর সুযোগ সৃষ্টি করুন, যাতে মানবতার বন্ধন আরও দৃঢ় হয়।

ড. ইউনূস বলেন, ঈদের জামাতে দল-মত নির্বিশেষে সবাই যেন ঐক্যবদ্ধ থাকে এবং সকল বিভেদ ভুলে যায়, সে জন্য আল্লাহর কাছে মোনাজাত করুন।

তিনি দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, মহান আল্লাহ আমাদের সহায় হোন, ঈদ সবার জন্য আনন্দময় হোক। ঈদ মোবারক!

আলীম/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে