ঢাকা, সোমবার, ৩১ মার্চ ২০২৫
Sharenews24

ছুটির দিনেও আজ যেসব এলাকায় ব্যাংক খোলা থাকবে

২০২৫ মার্চ ২৯ ১০:৪৭:৫০
ছুটির দিনেও আজ যেসব এলাকায় ব্যাংক খোলা থাকবে

নিজস্ব প্রতিবেদক : আজ, ২৯ মার্চ ২০২৫, শুক্রবার, ঈদের ছুটিতে তৈরি পোশাক শিল্পের কর্মীদের বেতন-বোনাস পরিশোধ এবং রফতানি বিল বিক্রির সুবিধার্থে বাংলাদেশে কিছু নির্দিষ্ট এলাকায় ব্যাংক খোলা থাকবে। ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম—এই অঞ্চলের বাণিজ্যিক ব্যাংক শাখাগুলি সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা থাকবে। তবে, দুপুর ১:১৫ মিনিট থেকে ১:৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।

বাংলাদেশ ব্যাংক এর ডিপার্টমেন্ট অফ অফসাইট সুপারভিশন (ডিওএস) এর নির্দেশনা অনুযায়ী, এই শাখাগুলো সরকারি ছুটির দিনেও সীমিত লোকবল দিয়ে কাজ করবে এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ভাতা প্রদান করা হবে।

এছাড়া, পোর্ট এবং কাস্টমস এলাকা-এ অবস্থিত ব্যাংক শাখাগুলি, বুথগুলো ৭ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে (ঈদের দিন ছাড়া)।

এটি বিশেষত পোশাক শিল্পের কর্মীদের বেতন, বোনাস, অন্যান্য ভাতা এবং রফতানি বিলের কার্যক্রম চালানোর জন্য।

এ-সংক্রান্ত নির্দেশনা বাংলাদেশ ব্যাংক দেশের সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে।

মুয়াজ/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে