ঢাকা, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
Sharenews24

বায়তুল মোকাররমে ঈদের নামাজে বিশেষ দোয়া, ফিলিস্তিনের শান্তি কামনা

২০২৫ মার্চ ৩১ ০৯:১৬:০৫
বায়তুল মোকাররমে ঈদের নামাজে বিশেষ দোয়া, ফিলিস্তিনের শান্তি কামনা

নিজস্ব প্রতিবেদক: জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে, যেখানে দেশ ও জাতির কল্যাণ এবং ফিলিস্তিনসহ বিশ্বব্যাপী নির্যাতিত মুসলমানদের জন্য বিশেষ দোয়া করা হয়।

সোমবার (৩১ মার্চ) সকাল ৭টায় শুরু হওয়া প্রথম জামাতে বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মুহিববুল্লাহিল বাকী ইমামতি করেন। নামাজ শেষে তিনি মোনাজাত পরিচালনা করেন, যেখানে গাজার নিপীড়িত মুসলমানদের মুক্তি এবং দেশের উন্নতি, অগ্রগতি ও মুসলিম উম্মাহর ঐক্যের জন্য প্রার্থনা করা হয়।

এবারও বায়তুল মোকাররমে ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত হচ্ছে। প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায়,তৃতীয় জামাত সকাল ৯টায়, চতুর্থ জামাত সকাল ১০টায় এবং পঞ্চম ও শেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে। প্রতিটি জামাত শেষে বিশেষ মোনাজাত পরিচালিত হবে।

ঈদ উপলক্ষে বায়তুল মোকাররম ও আশপাশের এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে, যাতে মুসল্লিরা নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারেন।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে