ঢাকা, রবিবার, ৩০ মার্চ ২০২৫
Sharenews24

১০ কোম্পানির শেয়ারে বিনিয়োগকারীরা ফকির

২০২৫ মার্চ ২২ ১২:৩৫:৪৮
১০ কোম্পানির শেয়ারে বিনিয়োগকারীরা ফকির

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ১০ কোম্পানির শেয়ার গত এক বছরের মধ্যে সর্বনিম্ন দামে লেনদেন হচ্ছে। যারা কোম্পানিগুলোর শেয়ার বেশি দামে কিনেছেন, তারা এখন ফকির বনেছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও স্টকনাও সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো-আমরা নেটওয়ার্ক, আমরা টেকনোলজি, আলিফ ইন্ডাষ্ট্রিজ, গ্লোবাল ইসলামী ব্যাংক, লাফার্জ হোলসিম, ন্যাশনাল ব্যাংক, এনআরবিসি ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও ইউনিক হোটেল।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দাম কমেছে আলিফ ইন্ডাষ্ট্রিজের। শেয়ারটির দাম গত বছরের মে মাসে ১৩৮ টাকায় লেনদেন হয়েছে। সর্বশেষ লেনদেন হয়েছে ৫৬ টাকা ৭০ পয়সায়। গত দুই সপ্তাহে শেয়ারটি ডিএসইর দর পতনের সর্বোচ্চ তালিকায় অন্তর্ভূক্ত ছিল। দুই সপ্তাহ আগে শেয়ারটি ৮০ টাকার ওপরে লেনদেন হয়েছে।

আমরা নেটওয়ার্ক

২০২৪ সালের মে মাসে কোম্পানিটির শেয়ার সর্বোচ্চ দামে লেনদেন হয়েছে। ওই সময়ে শেয়ারটির সর্বোচ্চ দাম উঠেছিল ৪১ টাকা ৪০ পয়সায়। সর্বশেষ লেনদেন হয়েছে ২৩ টাকায়। এ সময়ে শেয়ারটির দাম কমেছে ১৮ টাকা ৪০ পয়সা।

আমরা টেকনোলজি

২০২৪ সালের এপ্রিল মাসে কোম্পানিটির শেয়ার সর্বোচ্চ দামে লেনদেন হয়েছে। ওই সময়ে শেয়ারটির সর্বোচ্চ দাম উঠেছিল ২৮ টাকা ৪০ পয়সায়। সর্বশেষ লেনদেন হয়েছে ২৩ টাকায়। এ সময়ে শেয়ারটির দাম কমেছে ১৪ টাকা ৫০ পয়সা।

আলিফ ইন্ডাষ্ট্রিজ

২০২৪ সালের মে মাসে কোম্পানিটির শেয়ার সর্বোচ্চ দামে লেনদেন হয়েছে। ওই সময়ে শেয়ারটির সর্বোচ্চ দাম উঠেছিল ১৩৮ টাকায়। সর্বশেষ লেনদেন হয়েছে ৫৬ টাকা ৭০ পয়সায়। এ সময়ে শেয়ারটির দাম কমেছে ৮১ টাকা ৩০ পয়সা।

গ্লোবাল ইসলামী ব্যাংক

২০২৪ সালের আগস্ট মাসে কোম্পানিটির শেয়ার সর্বোচ্চ দামে লেনদেন হয়েছে। ওই সময়ে শেয়ারটির সর্বোচ্চ দাম উঠেছিল ৮ টাকা ৩০ পয়সায়। সর্বশেষ লেনদেন হয়েছে ৩ টাকা ৮০ পয়সায়। এ সময়ে শেয়ারটির দাম কমেছে ৪ টাকা ৫০ পয়সা।

লাফার্জ হোলসিম

২০২৪ সালের মার্চ ও আগস্ট মাসে কোম্পানিটির শেয়ার সর্বোচ্চ দামে লেনদেন হয়েছে। ওই সময়ে শেয়ারটির সর্বোচ্চ দাম উঠেছিল ৭৪ টাকা ৬০ পয়সা পর্যন্ত। সর্বশেষ লেনদেন হয়েছে ৪৫ টাকা ৭০ পয়সায়। এ সময়ে শেয়ারটির দাম কমেছে ২৮ টাকা ৯০ পয়সা।

ন্যাশনাল ব্যাংক

২০২৪ সালের আগস্ট মাসে কোম্পানিটির শেয়ার সর্বোচ্চ দামে লেনদেন হয়েছে। ওই সময়ে শেয়ারটির সর্বোচ্চ দাম উঠেছিল ৮ টাকা ৮০ পয়সা। সর্বশেষ লেনদেন হয়েছে ৪ টাকায়। এ সময়ে শেয়ারটির দাম কমেছে ৪ টাকা ৮০ পয়সা।

এনআরবিসি ব্যাংক

২০২৪ সালের আগস্ট মাসে কোম্পানিটির শেয়ার সর্বোচ্চ দামে লেনদেন হয়েছে। ওই সময়ে শেয়ারটির সর্বোচ্চ দাম উঠেছিল ১২ টাকা ৭০ পয়সা। সর্বশেষ লেনদেন হয়েছে ৮ টাকা ২০ পয়সায়। এ সময়ে শেয়ারটির দাম কমেছে ৪ টাকা ৫০ পয়সা।

স্ট্যান্ডার্ড ব্যাংক

২০২৪ সালের আগস্ট মাসে কোম্পানিটির শেয়ার সর্বোচ্চ দামে লেনদেন হয়েছে। ওই সময়ে শেয়ারটির সর্বোচ্চ দাম উঠেছিল ৮ টাকা ৫০ পয়সা। সর্বশেষ লেনদেন হয়েছে ৫ টাকা ৯০ পয়সায়। এ সময়ে শেয়ারটির দাম কমেছে ২ টাকা ৬০ পয়সা।

ইউনিয়ন ব্যাংক

২০২৪ সালের আগস্ট মাসে কোম্পানিটির শেয়ার সর্বোচ্চ দামে লেনদেন হয়েছে। ওই সময়ে শেয়ারটির সর্বোচ্চ দাম উঠেছিল ৮ টাকা ৩০ পয়সা। সর্বশেষ লেনদেন হয়েছে ৩ টাকা ৭০ পয়সায়। এ সময়ে শেয়ারটির দাম কমেছে ৪ টাকা ৬০ পয়সা।

ইউনিক হোটেল

২০২৪ সালের জুন মাসে কোম্পানিটির শেয়ার সর্বোচ্চ দামে লেনদেন হয়েছে। ওই সময়ে শেয়ারটির সর্বোচ্চ দাম উঠেছিল ৬১ টাকা ৬০ পয়সা। সর্বশেষ লেনদেন হয়েছে ৪১ টাকা ৩০ পয়সায়। এ সময়ে শেয়ারটির দাম কমেছে ২০ টাকা ৩০ পয়সা।

মামুন/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে