ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
Sharenews24

এখন নির্বাচন হলে কোন দল কতো ভোট পাবে?

২০২৫ মার্চ ০৮ ২৩:১৫:১৪
এখন নির্বাচন হলে কোন দল কতো ভোট পাবে?

নিজস্ব প্রতিবেদক: বর্তমানে দেশের প্রধান আলোচনার বিষয় হলো জাতীয় সংসদ নির্বাচন। অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচন নিয়ে আলোচনা করছে।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও জানিয়েছেন, যদি অল্প সংস্কার করা হয়, তবে চলতি বছরের ডিসেম্বরে নির্বাচন। আর যদি বেশি সংস্কার প্রয়োজন হয়, তবে আগামী বছরের জুনে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

এদিকে, বেসরকারি একটি জরিপে দেখা গেছে, যদি বর্তমানে নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে বিভিন্ন রাজনৈতিক দল কোন পরিমাণ ভোট পেতে পারে। যদিও জরিপটির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে।

জরিপের ফলাফল অনুযায়ী, এখন ভোট হলে বিএনপি ৪১.৭ শতাংশ ভোট পাবে। দ্বিতীয় অবস্থানে রয়েছে জামায়াত ইসলামী, যারা ৩১.৬ শতাংশ ভোট পাবে।

জরিপে উঠে এসেছে, নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এখনো পিছিয়ে রয়েছে, মাত্র ৫.১ শতাংশ ভোট পাবে।

শনিবার (০৮ মার্চ) প্রকাশিত এই জরিপটি পরিচালনা করেছে উন্নয়ন গবেষণা ও প্রকল্প ব্যবস্থাপনা সংস্থা ইনোভিশন কনসাল্টিং বাংলাদেশ। এটি ১৯ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত 'জনগণের নির্বাচন ভাবনা' শীর্ষক জরিপটি চালিয়েছে বলে দাবি করেছে। জরীপে সারাদেশের ১০ হাজার ৬৯৬ জন অংশগ্রহণ করেছেন।

জরিপের ফলাফল অনুযায়ী, আওয়ামী লীগ ১৩.৯ শতাংশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ২.৬ শতাংশ, জাতীয় পার্টি ১ শতাংশ, গণ অধিকার পরিষদ ০.৫ শতাংশ, গণ সংগতি আন্দোলন ০.২ শতাংশ এবং অন্যান্য দলগুলো ৩.৩ শতাংশ ভোট পেতে পারে।

ইনোভিশন কনসাল্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক মো. রুবাইয়াৎ সরওয়ার জরিপের ফলাফল তুলে ধরেন। তিনি জানান, জরিপে অংশগ্রহণকারী ৬২ শতাংশ ভোটার ইতোমধ্যে তাদের ভোটের সিদ্ধান্ত নিয়েছেন, ২৯.৪ শতাংশ এখনও সিদ্ধান্ত গ্রহণ করেননি এবং ৮.৬ শতাংশ ভোটার মন্তব্য প্রদান করেননি।

এছাড়া, জরিপে দেখা যায় ৩১.৬ শতাংশ ভোটার চলতি বছরের জুনের মধ্যে নির্বাচন চাচ্ছেন এবং ২৬.৫ শতাংশ ভোটার ডিসেম্বরে নির্বাচন চান। ২০২৬ সালের জুনে ৭.৯ শতাংশ, ডিসেম্বরে ৬.৬ শতাংশ এবং ২০২৬ সালের ডিসেম্বরের পর ১০.৯ শতাংশ ভোটার নির্বাচনের পক্ষে মত দিয়েছেন। তবে ১৬.৪ শতাংশ ভোটার এই বিষয়ে কোনো মন্তব্য করেননি।

অন্যদিকে, জরিপে ১৩ শতাংশ ভোটার রাজনৈতিক সংস্কারের পক্ষে এবং ৯ শতাংশ ভোটার সাংবিধানিক সংস্কারের পক্ষে মত দিয়েছেন। ভোটারদের আশা, অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে অর্থনৈতিক ও সামাজিক কল্যাণ সূচকগুলোর দিকে বেশি মনোযোগ দেওয়া উচিত। তবে সংস্কার কর্মসূচির বিষয়ে তাদের আগ্রহ তুলনামূলকভাবে কম।

ইনোভিশন কনসাল্টিং একটি বাংলাদেশ ভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন গবেষণা এবং প্রকল্প ব্যবস্থাপনা সংস্থা, যা গত ১৬ বছর ধরে দারিদ্র্য দূরীকরণের জন্য কাজ করে আসছে এবং সামাজিক ও বাজার সংক্রান্ত বিভিন্ন বিষয়ে গবেষণা পরিচালনা করছে।

মারুফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে