ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
Sharenews24

নির্বাচন-সংক্রান্ত কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার পরিকল্পনা

২০২৫ মার্চ ০৮ ২২:৪৯:০৮
নির্বাচন-সংক্রান্ত কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্র নীতিমালা সংশোধন করার উদ্যোগ নিয়েছে এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)। যদি এটি সংশোধন হয়, তবে নির্বাচন-সংক্রান্ত কমিটির নেতৃত্বে জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) বাদ দেওয়া হতে পারে, এমনটাই জানা গেছে ইসির সংশ্লিষ্ট সূত্র থেকে।

এর আগে কাজী হাবিবুল আউয়াল কমিশন ভোটকেন্দ্রের দায়িত্ব ইসির কর্মকর্তাদের হাতে রাখার পরিবর্তে আলাদা কমিটি গঠন করেছিল। এতে ডিসি ও ইউএনওদের নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছিল, যা ইসি কর্মকর্তাদের কাছে অপ্রসন্নতার জন্ম দেয়।

এরপর তৎকালীন ইসি সচিব মো. জাহাংগীর আলম এসব কর্মকর্তাদের নিয়ে কমিটি গঠন করেন, যা রাজনৈতিক দলের পক্ষ থেকে আগ্রহী ছিল। এতে উপজেলা, থানা, মহানগর ও জেলা পর্যায়ে আলাদা কমিটি গঠন করা হয়েছিল, যেখানে ডিসি, ইউএনও এবং পুলিশের প্রতিনিধিরা ছিল।

বর্তমানে ইসি কর্মকর্তাদের পক্ষ থেকে ভোটকেন্দ্র নীতিমালা সংশোধনের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা চলছে। কিছু কমিটির ক্ষেত্রে পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি অনুষ্ঠিত বৈঠকে ভোটকেন্দ্র নীতিমালার সংশোধনের ব্যাপারে আলোচনা হয়েছে এবং ইসি কর্মকর্তারা এর সংশোধন নিয়ে বিভিন্ন যুক্তি উপস্থাপন করেছেন।

বৈঠকে একটি জেলা নির্বাচন কর্মকর্তার কর্মকান্ড নিয়ে আলোচনা করে জানানো হয়েছে, গত নির্বাচনের আগে পাহাড়ি এলাকায় ভোটকেন্দ্রের খসড়া প্রকাশের সময় ডিসির নির্দেশে একটি ভোটকেন্দ্র স্থানান্তরের কথা বলা হয়, যা পরবর্তীতে স্থানীয় ভোটারদের আপত্তি এবং প্রতিবাদে পরিবর্তন করা হয়েছিল।

ইসি কর্মকর্তারা বর্তমানে ভোটকেন্দ্র নীতিমালা পর্যালোচনা করে সংশোধন করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন।

মারুফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে