ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
Sharenews24

‘বৈষম্যবিরোধী’র বিলুপ্তি নিয়ে নাহিদ ও উমামার নতুন বিতর্ক

২০২৫ মার্চ ০৮ ১৬:২৭:৩৯
‘বৈষম্যবিরোধী’র বিলুপ্তি নিয়ে নাহিদ ও উমামার নতুন বিতর্ক

নিজস্ব প্রতিবেদক : সদ্যগঠিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম সম্প্রতি মন্তব্য করেছেন যে, ‘বৈষম্যবিরোধী’ এবং ‘সমন্বয়ক’ পরিচয়ের আর কোনো অস্তিত্ব নেই। এই মন্তব্যের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা ফেসবুকে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

উমামা ফাতেমা স্পষ্টভাবে জানিয়েছেন যে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটি এখনও বিলুপ্ত হয়নি। তিনি আরো বলেন, ‘এটি বাস্তবতার কোনো ভিত্তি ছাড়া বলাবলি করা হচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশীদাররা কোনো নতুন রাজনৈতিক দল বা ছাত্র সংগঠনে যোগ দেয়নি, এবং এটি কোনো আলোচনা ছাড়া বিলুপ্ত হবে না।'

এর আগে, নাহিদ ইসলাম এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আর আগের জায়গায় নেই। এখন সেখানে একটি ছাত্র সংগঠন এবং রাজনৈতিক দল গঠন হয়েছে, এবং "বৈষম্যবিরোধী" বা "সমন্বয়ক" পরিচয় আর অস্তিত্বে নেই।’ তিনি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ করেন যে, কেউ এই পরিচয় ব্যবহার করে কোনো অপকর্ম করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হোক।

এটি আগের ‘জুলাই আন্দোলনের’ গুরুত্বপূর্ণ একটি অংশ হিসেবে পরিচিত। নাহিদ ইসলাম ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক। নতুন সরকার গঠনের পর নাহিদ ইসলাম সরকারে যোগ দেন, কিন্তু পরে ছাত্র-তরুণদের নতুন দল গঠনের কারণে তিনি পদত্যাগ করেন এবং এনসিপি নামে নতুন রাজনৈতিক দলের নেতৃত্ব নেন।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে