ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
Sharenews24

সাবেক এমপির বাসা দখল করে ২০ মানসিক রোগীকে আশ্রয়

২০২৫ মার্চ ০৮ ১৫:৫৮:৩৭
সাবেক এমপির বাসা দখল করে ২০ মানসিক রোগীকে আশ্রয়

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে ছাত্র প্রতিনিধি পরিচয় দিয়ে মারইয়াম মুকাদ্দাস মিস্টি নামে এক নারী তার কয়েকজন সঙ্গী নিয়ে সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলামের বাসা দখল করেছেন বলে অভিযোগ উঠেছে। পরে সেখানে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিদের থাকার ব্যবস্থা করা হয়।

শনিবার (৮ মার্চ) সকালে বাসার তালা ভেঙে অন্তত ২০ জন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে নিয়ে ওই বাড়িতে প্রবেশ করেন তিনি। মিস্টি জানান, বাড়িটি এখন থেকে তাদের জন্য বরাদ্দ থাকবে।

মিস্টি বলেন, “আওয়ামী লীগের সকল নেতাদের বাড়িতে মানসিক ভারসাম্যহীনদের আশ্রম হিসেবে গড়ে তোলা হবে,”—এমন একটি ঘোষণা তিনি ফেসবুকে আগে দিয়েছিলেন। এরই ধারাবাহিকতায় শনিবার তিনি এবং তার সঙ্গীরা সাবেক এমপির বাসায় প্রবেশ করে মানসিক রোগীদের জন্য আশ্রয় প্রতিষ্ঠা করেন।

তিনি আরো জানান, বাড়ির মালিক জোয়াহেরুল ইসলামের পক্ষ থেকে একজন লোক এসে বাসা না ভেঙে আশ্রম গড়ার প্রস্তাব দেন। মিস্টি জানান, তারই কথামতো এই আশ্রম গড়ে তোলা হয়েছে, তবে সেই ব্যক্তির নাম পরিচয় তিনি জানাতে পারেননি।

এদিকে, বাসা দখল করা নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই আবাসিক এলাকায় এমন আশ্রম স্থাপনকে অস্বস্তিকর বলে মন্তব্য করেছেন।

এটি উল্লেখযোগ্য যে, গত ৬ ফেব্রুয়ারি সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলামের বাসায় ছাত্র-জনতা প্রবেশ করে লুটপাট ও ভাঙচুর চালিয়েছিল।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে