ঢাকা, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
Sharenews24

সাবেক ভূমিমন্ত্রীর ৩৯ ব্যাংক হিসাব অবরুদ্ধ

২০২৫ মার্চ ০৫ ১৪:৫৬:০৪
সাবেক ভূমিমন্ত্রীর ৩৯ ব্যাংক হিসাব অবরুদ্ধ

নিজস্ব প্রতিবেদক : সাবেক ভূমিমন্ত্রী এবং চট্টগ্রাম ১২ ও ১৩ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরীর ৩৯টি ব্যাংক হিসাবের ৫ কোটি ২৬ লাখ ৮৩ হাজার টাকা অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (৫ মার্চ) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

আবেদনে বলা হয়, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগ অনুসন্ধান চলমান রয়েছে। তিনি এসব অস্থাবর সম্পত্তি হস্তান্তর করতে পারেন। তাই ন্যায়বিচারের স্বার্থে তার এসব সম্পত্তি অবরুদ্ধের আদেশ দান একান্ত প্রয়োজন।

গত ১৭ অক্টোবর সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবারের সদস্যদের নামে দেশ-বিদেশে থাকা ৫৮০টি বাড়ি বা অ্যাপার্টমেন্ট বা জমিসহ স্থাবর সম্পদ জব্দের আদেশ দেন একই আদালত। এর মধ্যে যুক্তরাজ্যে ৩৪৩টি, সংযুক্ত আরব আমিরাতে ২২৮টি এবং যুক্তরাষ্ট্রে ৯টি সম্পত্তি আছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের দুটি ব্যাংকের হিসাব ও বাংলাদেশের একটি ব্যাংকের হিসাব অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়েছে।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে