ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
Sharenews24

‘বঙ্গবন্ধুর বাড়ি যেভাবে ভাঙা হয়েছে, বুঝা শেষ’

২০২৫ মার্চ ০৫ ১৩:১০:৫৪
‘বঙ্গবন্ধুর বাড়ি যেভাবে ভাঙা হয়েছে, বুঝা শেষ’

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকেন্দ্রিক লালবাগ থানার আরেকটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৫ মার্চ) সকালে, তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলামের আদালতে হাজির করা হয়, যেখানে তাকে হাতে হাতকড়া, বুলেট প্রুফ জ্যাকেট এবং মাথায় হেলমেট পরানো ছিল।

এই সময়ে সোলাইমান সেলিম এক আইনজীবীকে বলেন, "রোজা আছি, বই পড়ি, পরিবারের সাথে ফোনে কথা বলা যায়। সেহরি ও ইফতারে খাবার নরমাল দেয়।" এরপর তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে অভিযোগ করেন, "অনেক সাংবাদিক ভুয়া নিউজ করে। তারা লিখেছে শাজাহান খানসহ অনেকে নাকি কারাগারে ভালো খাবার খাচ্ছে। এসব ভুয়া নিউজ আমাদের ১২টা বাজিয়ে দিচ্ছে।"

এরপর সোলাইমান সেলিম বিচারককে বলেন, “যে কোনো সময় ফাঁসির আদেশ আসতে পারে, এতে আমি অবাক হবো না। বঙ্গবন্ধুর বাড়ি যেভাবে ভাঙা হয়েছে, বুঝা শেষ।” এই মন্তব্যের পর তার আইনজীবীকে তিনি বাবার শারীরিক অবস্থা জানতে বলেন এবং পরে তাকে হাজতখানায় নিয়ে যাওয়া হয়।

এই ঘটনায় সোলাইমান সেলিমের বক্তব্য এবং তার আশঙ্কা জনমনে নানা প্রশ্ন তুলেছে, বিশেষত তার 'ফাঁসির আদেশ' প্রসঙ্গে।

এনামুল/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে