ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
Sharenews24

পবিত্র রমজানে হিংসা-বিদ্বেষ-সংঘাত পরিহারের আহ্বান প্রধান উপদেষ্টার

২০২৫ মার্চ ০১ ২২:৪৩:২১
পবিত্র রমজানে হিংসা-বিদ্বেষ-সংঘাত পরিহারের আহ্বান প্রধান উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসী এবং বিশ্ব মুসলিম উম্মাহকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে হিংসা-বিদ্বেষ ও সংঘাত পরিহার করে রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান জানিয়েছেন।

শনিবার (০১ মার্চ) দেওয়া এক বাণীতে তিনি বলেন, সিয়াম সাধনা ও সংযমের এই মাস আত্মার পরিশুদ্ধি এবং মহান আল্লাহর সন্তুষ্টি, নৈকট্য ও ক্ষমা লাভের অপূর্ব সুযোগ এনে দেয়। রমজান ধনী-গরিব সবার মাঝে পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তিনি আরও বলেন, আসুন, রমজানের শিক্ষা অনুসরণ করে আমরা ভোগ-বিলাস, হিংসা-বিদ্বেষ এবং সংঘাত পরিহার করি এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে পরিমিতিবোধ, ধৈর্য ও সংযম প্রদর্শন করে রমজানের পবিত্রতা রক্ষা করি।

তিনি বলেন, সিয়াম পালন ও কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের ইবাদত-বন্দেগি আরও বেশি মজবুত করতে হবে।

ড. ইউনূস তাঁর বাণীতে মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, যেন রমজানের শিক্ষা আমাদের জাতীয় জীবনে কার্যকর হয় এবং এই মাস আমাদের জীবনে শান্তি বয়ে আনে। তিনি সকলকে ক্ষমা ও হেফাজতের জন্য আল্লাহর দয়া কামনা করেন।

মিজান/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে