ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
Sharenews24

নতুন দলের আত্মপ্রকাশে সরকারি গাড়ি যা জানালেন প্রেস সচিব

২০২৫ মার্চ ০১ ১৯:২০:০৩
নতুন দলের আত্মপ্রকাশে সরকারি গাড়ি যা জানালেন প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক: নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আত্মপ্রকাশ অনুষ্ঠান নিয়ে সরকারি গাড়ি ব্যবহার এবং অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম এই বিষয়ে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, সরকারের কোনো ভূমিকা ছিল না।সরকারি গাড়ি ব্যবহারের অভিযোগ

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউ-তে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আত্মপ্রকাশ অনুষ্ঠানে পিরোজপুর জেলা প্রশাসকের অফিস থেকে পাঁচটি বাস রিক্যুইজিশন দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু এই ঘটনার সমালোচনা করেন এবং বলেন, ‘‘নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারি গাড়ি ব্যবহার করা একদমই কাম্য নয়।’’

এই বিষয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানান, ‘‘পিরোজপুরের ডিসি অফিসের মাধ্যমে বাস রিক্যুইজিশনের ব্যাপারে অন্তর্বর্তী সরকারের কোনো ভূমিকা ছিল না। ডিসি অফিস শুধু জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের পরিবারের অনুরোধে তাদের সহায়তা করেছে, কিন্তু সরকার বা ডিসি অফিস কোনো খরচ বহন করেনি।’’

এসময় শফিকুল আলম আরও জানান, সরকার পবিত্র রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখার জন্য কাজ করছে। তিনি বলেন, ‘‘আগের রোজা থেকে এবারের নিত্যপণ্যের মূল্য কম। সরকারের লক্ষ্য হলো খাদ্যপণ্যের দাম কীভাবে সহনীয় রাখা যায়, তা নিশ্চিত করা।’’

প্রেস সচিব নির্বাচন বিষয়েও কথা বলেন। তিনি বলেন, ‘‘নির্বাচনের রোডম্যাপ দেওয়া হয়েছে এবং নির্বাচনে সব রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। বিএনপি তাদের পছন্দমতো তারিখ চাচ্ছে, কিন্তু আগেই জানানো হয়েছিল যে, ডিসেম্বরেই নির্বাচন অনুষ্ঠিত হবে।’’পাবনায় গণ-ডাকাতির ঘটনা

এছাড়া, পাবনা জেলার গণ-ডাকাতির ঘটনা সম্পর্কেও শফিকুল আলম বলেন, ‘‘এই ঘটনা অনেক গণমাধ্যম অতিরঞ্জিতভাবে প্রচার করেছে। স্থানীয় পুলিশ ঘটনাস্থলে ১০ মিনিটে পৌঁছেছে, এবং এটি একটি ক্ষুদ্র ঘটনা ছিল।’’

এভাবে, প্রেস সচিব শফিকুল আলম নতুন দলের আত্মপ্রকাশের বিষয়ে সরকারি গাড়ি ব্যবহারের অভিযোগে সরকারের কোনও ভূমিকা অস্বীকার করেছেন এবং নির্বাচনী প্রস্তুতি ও রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখার সরকারের পরিকল্পনাও তুলে ধরেছেন।

আদনান/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে