ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
Sharenews24

জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রেখে প্রজ্ঞাপন জারি

২০২৫ মার্চ ০১ ১৭:০৯:৫৯
জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রেখে প্রজ্ঞাপন জারি

নিজস্ব প্রতিবেদক : মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রেখে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। সরকারের আদেশে জানানো হয়েছে, গত মাসের নির্ধারিত দামেই থাকবে তেলের মূল্য, যার মধ্যে ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটার ১০৫ টাকা, অকটেন ১২৬ টাকা এবং পেট্রল ১২২ টাকা থাকবে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস বা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিমাসে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হয়। তবে মার্চ মাসের জন্য এই মূল্য অপরিবর্তিত রাখা হয়েছে।

এর আগে, ৩১ জানুয়ারি পেট্রল, অকটেন, ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটার এক টাকা বাড়ানো হয়েছিল, যা ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়। জানুয়ারিতে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে এক টাকা কমানো হয়েছিল, তবে পেট্রল ও অকটেনের দাম অপরিবর্তিত ছিল।

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, বর্তমানে বাংলাদেশের বার্ষিক জ্বালানি তেলের চাহিদা প্রায় ৭৪ লাখ টন, যার মধ্যে প্রায় ৭৫ শতাংশই ডিজেল ব্যবহার হয়। বাকি ২৫ শতাংশ চাহিদা পূরণ হয় পেট্রোল, অকটেন, কেরোসিন, জেট ফুয়েল, ফার্নেস অয়েলসহ অন্যান্য জ্বালানি তেল দ্বারা।

এছাড়া, ডিজেল সাধারণত কৃষি সেচ, পরিবহন ও জেনারেটরের জন্য ব্যবহৃত হয়। জ্বালানি তেলের দাম নিয়মিত সমন্বয় করে বিপিসি, তবে ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম নির্ধারণ করে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

আদনান/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে