ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
Sharenews24

আইএসআইয়ের খবরকে প্রেস উইংয়ের ‘খাঁটি কল্পকাহিনী’ বলে মন্তব্য

২০২৫ মার্চ ০১ ১৬:৫৪:১৬
আইএসআইয়ের খবরকে প্রেস উইংয়ের ‘খাঁটি কল্পকাহিনী’ বলে মন্তব্য

নিজস্ব প্রতিবেদক : ভারতের দ্য ট্রিবিউন পত্রিকায় সম্প্রতি একটি সংবাদ প্রকাশিত হয়েছিল, যেখানে দাবি করা হয়েছিল, আসাম সীমান্তে উলফা ক্যাম্প পুনরুজ্জীবিত করতে আইএসআই ও বাংলাদেশি সক্রিয় সংগঠনগুলো জড়ো হচ্ছে। তবে এই খবরকে প্রেস উইং ফ্যাক্টস ‘খাঁটি কল্পকাহিনী’ বলে খারিজ করেছে। তারা শনিবার (১ মার্চ) এক ফেসবুক পোস্টে এ বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করেছে।

প্রেস উইং ফ্যাক্টস জানায়, এই প্রতিবেদনে কোনও প্রমাণ বা নামী উৎসের উল্লেখ নেই। এতে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার বক্তব্যের ভিত্তিতে বলা হয়েছে, তিনি বিশ্বাস করেন না যে, উলফার নেতা পরেশ বড়ুয়া তার আগের জঙ্গি কার্যক্রম পুনরায় শুরু করবেন। প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে যে, গোয়েন্দা সংস্থাগুলো সন্দেহ করছে যে, পরেশ বড়ুয়াকে শিগগিরই মুক্তি দেওয়া হতে পারে, যদিও তিনি পলাতক এবং চীনে অবস্থান করছেন বলে ধারণা করা হয়।

এছাড়া, প্রতিবেদনে উল্লেখ ছিল যে, বাংলাদেশের ‘আরবি, উর্দু এবং বাংলা’ মাধ্যমে আড়ি পেতেছে, যা প্রেস উইংয়ের মতে, একটি কাল্পনিক গল্প। প্রেস উইং ফ্যাক্টস দাবি করেছে যে, এই খবরটি শুধুমাত্র দ্য ট্রিবিউন এর কর্মীদের কল্পনায় বিদ্যমান এবং এটি বাস্তবতার কোনো ভিত্তি নেই।

আদনান/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে