ঢাকা, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

শবে বরাতের ফজিলত বয়ানে যা বললেন ধর্ম উপদেষ্টা

২০২৫ ফেব্রুয়ারি ১৪ ২১:০২:৪১
শবে বরাতের ফজিলত বয়ানে যা বললেন ধর্ম উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে শবে বরাত উপলক্ষে জাতীয় বায়তুল মোকাররম জামে মসজিদে অনুষ্ঠিত এক ফজিলত বয়ানে বলেছেন, যারা হারাম বা অবৈধ টাকার মালিক, তাদের এবাদত আল্লাহর কাছে কবুল হয় না। তিনি জানান, মানুষের দুনিয়ায় অর্জিত টাকা যদি অবৈধ হয়, তবে তা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় এবং তারা আল্লাহর বিচার থেকে মুক্তি পাবে না।

এসময় তিনি ঢাকা শহরের সাততলা ভবন নির্মাণের বিষয়টিও তুলে ধরেন এবং প্রশ্ন করেন, "ঢাকা শহরে কীভাবে সাততলা বাড়ি তৈরি হয়?" তিনি নিজের অভিজ্ঞতা শেয়ার করে বলেন, “আমি ২৬ বছর শিক্ষকতা করেছি, বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি, ওয়াজ করেছি, কিন্তু তবুও চট্টগ্রাম শহরে নিজের বাড়ি তৈরি করতে পারিনি। আমার কোনো ফ্ল্যাট নেই এবং সেটা নিয়ে কোনো দুঃখও নেই।” তিনি আরও বলেন, “এটি আমাকে কোনো দুশ্চিন্তা সৃষ্টি করে না, কারণ আমি আল্লাহর কাছে সঠিকভাবে জবাব দিতে পারব।”

টাকা পাচারকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, “কিছু মানুষ সরকারি বা বেসরকারি চাকরি করে অবৈধভাবে টাকা উপার্জন করে, তারপর তা বিদেশে পাচার করে বাড়ি তৈরি করে। এসব সম্পূর্ণ অবৈধ টাকা।” তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “এসবের জবাব একদিন আল্লাহর কাছে দিতে হবে।”

ধর্ম উপদেষ্টা আরও বলেন, “আমাদের সমাজে একসময় চাকরি শেষ হলে অনেকেই হজে যান, মসজিদ বা মাদ্রাসা কমিটির নেতৃত্বে আসেন, অথচ এই পদগুলো কখনোই দান বা সৎ উপার্জনের মাধ্যমে অর্জিত হয় না।” তিনি সঙ্কটপূর্ণ সমাজের দৃষ্টিভঙ্গি নিয়ে বলেন, “দেশে যখন সুযোগ আসে, উপরের মানুষ টাকায় লুটপাট করে, আবার নিচের মানুষও নানাভাবে টাকার জোগাড়ে লিপ্ত হয়। যে ব্যক্তি কত বেশি অবৈধ টাকা উপার্জন করে, সে তত বেশি সম্মানিত হয়ে উঠে।” তিনি আহ্বান জানিয়ে বলেন, “এটি আমাদের সমাজের কালচার, তবে এখন আমাদের উচিত এই কালচারটি পরিবর্তন করা।”

শেষে তিনি বলেন, “আমরা যেন আল্লাহর কাছে সঠিকভাবে জবাব দিতে পারি এবং পবিত্র শবে বরাতের রাতে আল্লাহর কাছে ক্ষমা চাই।”

এই বয়ানটি শবে বরাত উপলক্ষে সমাজের অবৈধ টাকা, দুর্নীতি, এবং ভুল দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে এক কঠিন বার্তা ছিল, যেখানে ইসলামিক মূল্যবোধ এবং আল্লাহর কাছে পরিশুদ্ধতা প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়েছে।

ফারহানা/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে