ঢাকা, সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫
Sharenews24

চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

২০২৫ জানুয়ারি ২৬ ১২:৫৩:১৭
চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিজস্ব প্রতিদেবক: পরীমনির বিরুদ্ধে ব্যবসায়ী নাছির উদ্দিন মাহমুদকে মারধর, ভাঙচুর এবং ভয়ভীতি দেখানোর অভিযোগে মামলা দায়ের হয়েছিল। গত বছরের ১৮ মার্চ মামলার তদন্তকারী কর্মকর্তা ঢাকা জেলার পিবিআই পরিদর্শক মো. মনির হোসেন আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন, যেখানে পরীমনিসহ জুনায়েদ বোগদাদী জিমি অভিযোগের আওতায় আসেন। তবে, ফাতেমা তুজ জান্নাত বনির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ মেলেনি।

এছাড়া, গত বছরের ১৮ এপ্রিল আদালত পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন গ্রহণ করার পর পরীমনিকে হাজির হওয়ার জন্য সমন জারি করেন। পরে, ২৬ জুন আদালতে আত্মসমর্পণ করে জামিন পান পরীমনি।

আজ, ২৬ জানুয়ারি ২০২৫ তারিখে, ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে পরীমনির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন এবং আদালতে উপস্থিত না হওয়ার কারণে তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরীমনি অসুস্থ থাকায় আদালতে উপস্থিত হননি এবং তার আইনজীবী সময় চেয়ে আবেদন করেন। তবে আদালত তার সময়ের আবেদন নাকচ করে অভিযোগ গঠন করেন।

এদিকে, পরীমনির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ মারধর, ভয়ভীতি দেখানো ও ভাঙচুরের ঘটনা সত্য প্রমাণিত হওয়ায় আদালত এই সিদ্ধান্ত নিয়েছে।

কেএইচ/

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে