ঢাকা, রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

সাত কলেজের শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ

২০২৫ জানুয়ারি ২৬ ২০:৪৮:২৮
সাত কলেজের শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় মিরপুর সড়ক অবরোধ করেছেন।

আজ রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে দুই শতাধিক শিক্ষার্থী এই সড়ক অবরোধ করেন, যা সায়েন্সল্যাব, নীলক্ষেত মোড় এবং এলিফ্যান্ট রোডসহ আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি করে।

শিক্ষার্থীরা জানান, সাত কলেজের ৫ দফা দাবির অগ্রগতি সম্পর্কে জানতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মামুন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি অসদাচরণ করেন। এই ঘটনার পর শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে সড়ক অবরোধের সিদ্ধান্ত নেন।

শিক্ষার্থীরা জানান, "আমরা ২০২৪-২৫ সেশনের ভর্তি পরীক্ষা নিয়ে আলোচনার জন্য প্রো-ভিসির কাছে গিয়েছিলাম। কিন্তু তিনি আমাদের সাথে দুর্ব্যবহার করতে শুরু করেন এবং বের হয়ে যেতে বলেন।"

তারা আরও জানান, "আমরা দাবি জানাচ্ছি যে সাত কলেজের ভর্তি পরীক্ষা রাষ্ট্রের সিদ্ধান্ত অনুযায়ী হতে হবে এবং এ ব্যাপারে কোন টালবাহানা চলবে না।"

শিক্ষার্থীরা তাদের আন্দোলনের অংশ হিসেবে টেকনিক্যাল মোড়ে সড়ক অবরোধ করেছেন। তাদের দাবি সম্পর্কে উল্লেখ করা হয়:

১. ২০২৪-২৫ সেশন থেকেই সাত কলেজের ভর্তি পরীক্ষায় অযৌক্তিক কোটা পদ্ধতি বাতিল করতে হবে।২. শ্রেণীকক্ষে নির্ধারিত ধারণক্ষমতার বাইরে শিক্ষার্থী ভর্তি করা যাবে না।৩. শিক্ষক-শিক্ষার্থী অনুপাত বিবেচনা করে শিক্ষার্থী ভর্তি করতে হবে।৪. নেগেটিভ মার্কিং পদ্ধতি যুক্ত করতে হবে।৫. ভর্তি ফির স্বচ্ছতা নিশ্চিতে, মন্ত্রণালয় গঠিত বিশেষজ্ঞ কমিটির সঙ্গে সমন্বয় করে ঢাবি ব্যতীত নতুন অ্যাকাউন্টে ভর্তি ফি জমা রাখতে হবে।

মামুন/

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে