ঢাকা, সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫
Sharenews24

এস কে সুরের লকারে বিপুল ইউরো, ডলার ও স্বর্ণ

২০২৫ জানুয়ারি ২৬ ২২:১৮:৩১
এস কে সুরের লকারে বিপুল ইউরো, ডলার ও স্বর্ণ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরী, যিনি এস কে সুর নামে পরিচিত, তার তিনটি লকার থেকে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা এবং স্বর্ণ উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ রোববার (২৬ জানুয়ারি) রাতে দুদকের সাত সদস্যের একটি দল এসব লকার খুলতে সক্ষম হয়।

লকারগুলোর মধ্যে থেকে ৫৫ হাজার ইউরো, ১ লাখ ৬৯ হাজার ৩শ’ ডলার, ১ হাজার ৫ গ্রাম স্বর্ণ এবং ৭০ লাখ টাকার ফিক্সড ডিপোজিটের কাগজপত্র পাওয়া যায়।

এর আগে, রোববার বেলা ১১টার দিকে দুদকের প্রতিনিধি দল কেন্দ্রীয় ব্যাংকে উপস্থিত হয়। লকারের দায়িত্বে থাকা নির্বাহী পরিচালকের সঙ্গে বৈঠক করার পর, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দুদক পরিচালক কাজী মো. সায়েমুজ্জামানের নেতৃত্বে ওই প্রতিনিধি দল দীর্ঘক্ষণ অপেক্ষার পর অবশেষে রাতে লকারগুলো খুলতে সক্ষম হয়।

এস কে সুরের ধানমন্ডির বাসা থেকে গত ১৯ জানুয়ারি ১৬ লাখ ২৫ হাজার টাকা এবং ৪ কোটি ৫০ লাখ টাকার ফিক্সড ডিপোজিটের ডকুমেন্ট উদ্ধার করা হয়েছিল।

ওই ডকুমেন্ট থেকে কেন্দ্রীয় ব্যাংকে তার মালিকানাধীন তিনটি লকারের তথ্য পাওয়া যায় এবং পরে আদালতের নির্দেশে লকারগুলো খোলার অনুমতি মেলে।

মিজান/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে