ঢাকা, রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

বেহায়াপনা থেকে তরুণ প্রজন্মকে বের করতে হবে: জামায়াতের সহকারী সেক্রেটারি

২০২৫ জানুয়ারি ২৬ ১৭:৩১:৫০
বেহায়াপনা থেকে তরুণ প্রজন্মকে বের করতে হবে: জামায়াতের সহকারী সেক্রেটারি

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান সম্প্রতি তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য রাখেন। সেখানে তিনি বলেন, সংস্কৃতির নামে বেহায়াপনা তরুণ সমাজকে বিপথগামী করে ফেলেছে। তিনি বিশেষ করে তরুণ প্রজন্মকে ইসলামী সংস্কৃতি ও জ্ঞানের আলোয় আলোকিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি দাবি করেন যে, বর্তমান সরকার দেশে একটি ভারতীয় আধিপত্য প্রতিষ্ঠার জন্য তরুণদের বেহায়াপনার দিকে ঠেলে দিচ্ছে।

এছাড়াও তিনি বলেন, জামায়াতে ইসলামী যদি দেশে ক্ষমতায় আসে, তাহলে তরুণ সমাজকে ইসলামি সংস্কৃতির মাধ্যমে আলোকিত করবে এবং একটি দুর্নীতিমুক্ত, মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবে। তাঁর মতে, একমাত্র ইসলামী সংস্কৃতি ও জ্ঞানের মাধ্যমে যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করা সম্ভব।

বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুলও বর্তমান সরকারের নেতৃত্বের সংকট এবং যুবসমাজের দায়িত্বের কথা উল্লেখ করেন। তিনি বলেন, সৎ, যোগ্য নেতৃত্বের মাধ্যমে দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ গঠন করা হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, আলেম, মাদ্রাসা পরিচালনা পরিষদের সদস্য এবং ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে