ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫
Sharenews24

সেনা সদস্যদের উদ্দেশে সেনাপ্রধানের বার্তা

২০২৫ জানুয়ারি ২৪ ১৬:১৩:৪৮
সেনা সদস্যদের উদ্দেশে সেনাপ্রধানের বার্তা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান দেশের স্বার্থে যেকোনো ত্যাগ স্বীকারে সেনা সদস্যদের প্রস্তুত থাকতে আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) চট্টগ্রাম সেনানিবাসে ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ১৭তম ‘কর্নেল অব দ্য রেজিমেন্ট’ অভিষেক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এই অনুষ্ঠানে সেনাপ্রধান সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধি নিয়ে কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের সেনাবাহিনীতে আধুনিক, প্রযুক্তিনির্ভর এবং যুদ্ধোপযোগী যুদ্ধাস্ত্র ও সরঞ্জাম সংযোজনের মাধ্যমে বাহিনীর সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সেনাপ্রধান আরও জানান, সেনাবাহিনীর সক্ষমতা আরও বাড়ানোর জন্য ইঞ্জিনিয়ার্স ডিফেন্স ইন্ডাস্ট্রির কাজও চলমান রয়েছে।

তিনি বলেন, "আমি সেনাবাহিনীর যুদ্ধোপযোগী ও আধুনিক অস্ত্রের যোগান দেওয়ার ব্যাপারে সচেষ্ট থাকব।" পাশাপাশি, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্যদের প্রতি তিনি দৃঢ়ভাবে আহ্বান জানান, তারা তাদের দায়িত্ব অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে পালন করবে এবং দেশের প্রয়োজনে জীবন উৎসর্গে দ্বিধা করবে না।

অনুষ্ঠানের মধ্য দিয়ে সেনাপ্রধান সামরিক রীতি অনুযায়ী ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অভিভাবকত্ব গ্রহণ করেন। অনুষ্ঠানে সেনাপ্রধানকে গার্ড অব অনার প্রদান করা হয় এবং তিনি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ৩৭তম বার্ষিক অধিনায়ক সম্মেলন উদ্বোধন করেন।

এ সময় তিনি রেজিমেন্টের সদস্যদের আধুনিক প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত থাকার প্রতি তাদের উৎসাহিত করেন।

অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের সদস্যরা এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে