ঢাকা, রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

চাকরি থেকে বাদ পড়ার আশঙ্কায় ২১ এএসপি

২০২৫ জানুয়ারি ২৫ ১১:২৯:১৬
চাকরি থেকে বাদ পড়ার আশঙ্কায় ২১ এএসপি

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ শেষে ৪০তম বিসিএসের ৬৬ জন সহকারী পুলিশ সুপার (এএসপি) পাসিং আউট কুচকাওয়াজ স্থগিত হওয়ার পর চাকরি থেকে বাদ পড়ার আশঙ্কায় রয়েছেন ২১ জন এএসপি। তাঁদের বিরুদ্ধে প্যারেডে দৌড় না দিয়ে এলোমেলো হাঁটা ও হৈচৈ করার মতো অভিযোগ আনা হয়েছে এবং শোকজ করা হয়েছে।

এএসপিরা অভিযোগ করেছেন, তাঁদের বিরুদ্ধে যথাযথ কোনো তদন্ত না করে এভাবে শোকজ করা হচ্ছে। ৪ জানুয়ারি তাঁরা প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা ও পুলিশের আইজির কাছে ন্যায়বিচারের জন্য লিখিত আবেদন করেন, কিন্তু ২০ দিন পরও কোনো অগ্রগতি হয়নি।

এই ২১ জন এএসপি উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন পার করছেন, কারণ দীর্ঘদিন প্রশিক্ষণের পরও তাঁদের পাসিং আউট কুচকাওয়াজ অনুষ্ঠিত হচ্ছে না এবং তারা বাড়ি ফিরতেও পারছেন না। তাদের মধ্যে কয়েকজন শারীরিকভাবে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এএসপিরা অভিযোগ করেছেন, তারা কোটামুক্ত বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চাকরি স্থায়ীকরণের সমস্ত শর্ত পূর্ণ করেছেন, তবুও তাঁদের বিরুদ্ধে অযথা বিলম্ব করা হচ্ছে। এক এএসপি কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘‘এমন পরিস্থিতিতে আমাদের সামাজিক মর্যাদা ধ্বংস হতে পারে।’’

পুলিশ একাডেমি সূত্রে জানা যায়, ২০২৩ সালের অক্টোবর মাসে এই কর্মকর্তাদের মৌলিক প্রশিক্ষণ শুরু হয়, এবং ২০ অক্টোবর সমাপনী কুচকাওয়াজের জন্য তারিখ নির্ধারণ করা হয়, কিন্তু তা হঠাৎ স্থগিত করা হয়। পরবর্তীতে ২৪ নভেম্বরেও কুচকাওয়াজ স্থগিত করা হয়।

পুলিশ একাডেমির অধ্যক্ষ জানিয়েছেন, পাসিং আউটের তারিখ ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্ধারণ করা হতে পারে। তবে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম জানিয়েছেন, মন্ত্রণালয়ে এ বিষয়ে যোগাযোগ করা যেতে পারে।

তবে, সূত্র জানিয়েছে যে বেশিরভাগ এএসপি ছাত্রলীগ বা আওয়ামী লীগের সমর্থক হিসেবে নিয়োগ পেয়েছেন এবং তাঁদের জীবনবৃত্তান্ত খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সংস্কার কমিশনের প্রতিবেদনে সুপারিশ করা হয়েছে, পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক মতাদর্শকে না দেখার বিষয়ে।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে