ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫
Sharenews24

অপহরণচেষ্টার লোমহর্ষক বর্ণনা দিলেন নায়িকা

২০২৫ জানুয়ারি ২৩ ১৩:০৯:৪৫
অপহরণচেষ্টার লোমহর্ষক বর্ণনা দিলেন নায়িকা

নিজস্ব প্রতিবেদক: ঢাকাই চলচ্চিত্রের নায়িকা নিঝুম রুবিনা সম্প্রতি এক ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। ২১ জানুয়ারি, ২০২৫ তারিখে উবারে বনশ্রী থেকে ধানমণ্ডি যাওয়ার পথে এক অপহরণচেষ্টার শিকার হন তিনি। রুবিনা তার ফেসবুক আইডিতে ঘটনার বর্ণনা দেন এবং সবাইকে সতর্ক করেন। পরবর্তীতে, তিনি সংবাদ সম্মেলন করে এই লোমহর্ষক অভিজ্ঞতার বিস্তারিত শেয়ার করেন।

ঘটনাটি ঘটে যখন রুবিনা একটি উবার গাড়িতে চড়ে ধানমণ্ডি ৩২ নাম্বারে যাওয়ার জন্য রওনা হন। গাড়িটি ৫-৬ মিনিটের মধ্যে এসে তাকে নিয়ে চলে। হাতিরঝিলে পৌঁছানোর পর, তিনি চালককে বলেন স্ট্রেট পথে চলতে, কিন্তু চালক ডান দিকে ঘুরে যান, যা তার কাছে সন্দেহজনক মনে হয়। রুবিনা তাকে জানালে চালক বলেন, তিনি তাকে 'লোকেশনে' নিয়ে যাচ্ছেন। এরপরও চালক যখন তার ইচ্ছার বিরুদ্ধে ডানে মোড় নেয়, রুবিনা তাকে অনুরোধ করেন গাড়ি থামাতে এবং তাকে নামিয়ে দিতে। চালক তখন ক্ষিপ্ত হয়ে রুবিনাকে চুপ থাকতে বলেন, এবং পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে।

শেষমেশ, নিজের নিরাপত্তার জন্য রুবিনা গাড়ি থেকে লাফ দিয়ে বেরিয়ে আসেন। এ ঘটনার পর তিনি উবারচালকের ছবি পোস্ট করেন এবং সবাইকে সতর্ক থাকতে বলেন। নিঝুম রুবিনা তার অভিজ্ঞতার মাধ্যমে সামাজিক মিডিয়ায় সবাইকে এমন অস্বাভাবিক পরিস্থিতি সম্পর্কে সচেতন করার চেষ্টা করেছেন।

কেএইচ/

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে