ঢাকা, রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

চিকিৎসার জন্য ভারতের বিকল্প হতে পারে চীন

২০২৫ জানুয়ারি ২৬ ১৭:৩৭:৩০
চিকিৎসার জন্য ভারতের বিকল্প হতে পারে চীন

নিজস্ব প্রতিবেদক : ভারত ভিসা বন্ধ রাখায় চিকিৎসার জন্য চীন বাংলাদেশিদের জন্য একটি বিকল্প হতে পারে, জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। রোববার (২৬ জানুয়ারি) চীন সফর শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান।

তিনি বলেন, চীনের কুনমিং শহর বাংলাদেশের রোগীদের জন্য বিকল্প হতে পারে, কারণ সেখানে চিকিৎসার খরচ এবং যাতায়াত খরচ তুলনামূলকভাবে কম। তাছাড়া, চীনের সঙ্গে ভিসা ফি কমানোর বিষয়ে আলোচনা চলছে। ভারত ভিসা বন্ধ রাখায় চীন এই মুহূর্তে একটি সম্ভাব্য বিকল্প হিসেবে উঠে এসেছে।

এছাড়া, চীনের সঙ্গে বাংলাদেশে একটি বড় হাসপাতাল নির্মাণের ব্যাপারে আলোচনা চলছে। চীন এই প্রকল্পে আগ্রহ প্রকাশ করেছে এবং স্থান নির্বাচন নিয়ে কথা চলছে। পূর্বাচলে একটি জায়গা তাদেরকে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।

তৌহিদ হোসেন আরও জানান, চীনের সঙ্গে ঋণের সুদের হার কমানো এবং পরিশোধের সময়সীমা বাড়ানোর বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে এবং চীন আশ্বাস দিয়েছে যে তারা বিষয়টি দেখবে। ব্রহ্মপুত্র নদের বিষয়ে একটি সমঝোতা স্বাক্ষরিত হলেও তিস্তার বিষয়ে কোনো আলোচনা হয়নি।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে