ঢাকা, সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫
Sharenews24

নতুন মামলায় গ্রেপ্তার ১২ জন, সালমান এফ রহমান ফের রিমান্ডে

২০২৫ জানুয়ারি ২৭ ১১:৩৫:১৮
নতুন মামলায় গ্রেপ্তার ১২ জন, সালমান এফ রহমান ফের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক: ২০২৫ সালের ২৭ জানুয়ারি, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত বৈষম্যবিরোধী আন্দোলনের কেন্দ্রিক নতুন মামলা দায়ের হওয়া ১২ জনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেয়। এই মামলায় সাবেক বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বদের গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া, সালমান এফ রহমানকে যাত্রাবাড়ী থানার হত্যামামলায় ৩ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। এই হত্যা মামলায় ২১ জুলাই ঢাকা শহরের যাত্রাবাড়ী এলাকায় ছাত্র-জনতার আন্দোলনের সময় পুলিশের গুলিতে একজন নিহত হন। এই মামলায় সালমান এফ রহমান এবং আরও ৯৯ জনকে আসামি করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, এবং বেশ কয়েকজন সাংবাদিকসহ রাজনৈতিক নেতা-কর্মী রয়েছেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় পৃথক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তারা এদিন তাদের আদালতে হাজির করে গ্রেপ্তারি আবেদন করেন, যার শুনানি শেষে আদালত রিমান্ডের আদেশ দেন।

এই ঘটনার প্রেক্ষাপটে, দেশজুড়ে রাজনীতিতে উত্তেজনা বিরাজ করছে এবং আরও আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে