ঢাকা, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
Sharenews24

জামিন পেয়ে যা বললেন পরীমণি

২০২৫ জানুয়ারি ২৭ ১১:২৬:১৭
জামিন পেয়ে যা বললেন পরীমণি

নিজস্ব প্রতিবেদক: চলচ্চিত্র নায়িকা পরীমণি, ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আজ ঢাকার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন। এরপর জামিন আবেদন মঞ্জুর হয়। জামিন পাওয়ার পর, আদালত প্রাঙ্গণে সংবাদকর্মীদের সঙ্গে কথা বলেন তিনি।

এসময় পরীমণি জানান, মামলার বিরুদ্ধে তার বিশ্বাস রয়েছে এবং তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল। "আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন, তা সারাজীবন মনে রাখব," বলেন তিনি। নিজের পক্ষে ন্যায়বিচারের আশা প্রকাশ করে, পরীমণি বলেন, "আজ আমি জামিন পেয়ে বাড়ি ফিরছি, আপনারা দোয়া করবেন যেন আমি শেষ পর্যন্ত জয়ী হতে পারি।"

এদিকে, পরীমণির বিরুদ্ধে গতকাল রোববার গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল, তবে আজ তিনি আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে