ঢাকা, রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

পাকিস্তানের পথে বাংলাদেশের যুদ্ধজাহাজ

২০২৫ জানুয়ারি ২৬ ২১:২১:৫২
পাকিস্তানের পথে বাংলাদেশের যুদ্ধজাহাজ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা সমুদ্র জয়’ ২৭৪ জন নৌসদস্য নিয়ে পাকিস্তানের করাচি যাচ্ছে।

আন্তর্জাতিক ফ্লিট রিভিউতে অংশ নিতে রোববার (২৬ জানুয়ারি) চট্টগ্রাম নৌবাহিনীর জেটি ত্যাগ করেছে এই জাহাজ।

নৌবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এক্সারসাইজ আমান ২০২৫’ শীর্ষক এই ফ্লিট রিভিউ আগামী ৭ থেকে ১১ ফেব্রুয়ারি করাচিতে অনুষ্ঠিত হবে।

জাহাজটির অধিনায়ক ক্যাপ্টেন মো. শাহরিয়ার আলমের নেতৃত্বে ৩৩ জন কর্মকর্তা ও ৫৮ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তাসহ মোট ২৭৪ সদস্য এই আন্তর্জাতিক ফ্লিট রিভিউতে অংশগ্রহণ করবেন।

বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চট্টগ্রাম ত্যাগের সময় বাংলাদেশের নৌবাহিনীর ঐতিহ্যবাহী রীতি পালন করে সুসজ্জিত বাদকদল জাহাজটিকে বিদায় জানিয়েছেন।

বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী, যিনি জাহাজে গমনকারী কর্মকর্তা ও নাবিকদের উদ্দেশ্যে দিক-নির্দেশনা প্রদান করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘এক্সারসাইজ আমান ২০২৫’-এ বিশ্বের বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধি ও নৌবাহিনীর জাহাজ অংশগ্রহণ করবে।

বাংলাদেশ নৌবাহিনী নিয়মিতভাবে আন্তর্জাতিক মহড়া, প্রশিক্ষণ এবং যৌথ অভিযান পরিচালনা করে আঞ্চলিক সংহতির প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

জাহাজ ‘বানৌজা সমুদ্র জয়’ পাকিস্তান যাওয়ার পথে শ্রীলঙ্কার কলম্বো ও মালদ্বীপের মালে বন্দরে শুভেচ্ছা সফর করবে, যা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারের লক্ষ্যে পরিচালিত হচ্ছে।

পূর্ববর্তী বছরগুলোতে বাংলাদেশ নৌবাহিনী 'এক্সারসাইজ আমান'-এ অংশগ্রহণ করে পেশাদারত্বের পরিচয় দিয়েছে, যা বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি উন্নয়নে সহায়ক হয়েছে।

এই সফরের মাধ্যমে নৌ সদস্যদের পেশাগত মান বৃদ্ধি ও বিভিন্ন দেশের মধ্যে নৌ নিরাপত্তাবিষয়ক সম্পর্ক জোরদার হবে।

মিজান/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে