ঢাকা, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

চকবাজারে অভিযান শেষে পরিবেশ অধিদপ্তরের পরিচালককে হামলা

২০২৫ জানুয়ারি ২৬ ১৮:৩৫:০৯
চকবাজারে অভিযান শেষে পরিবেশ অধিদপ্তরের পরিচালককে হামলা

নিজস্ব প্রতিবেদক : এই ঘটনাটি ২৬ জানুয়ারি ২০২৫ তারিখে ঢাকা শহরের চকবাজার এলাকার ইসলামবাগে ঘটেছে। পরিবেশ অধিদপ্তর নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান পরিচালনা করে এবং সেখানে জব্দ করা মালামালসহ কারখানাটি সিলগালা করে দেয়।

অভিযান শেষে পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. শওকত আলী সহ অন্যান্য কর্মকর্তারা যখন ওই এলাকা থেকে ফিরে যাচ্ছিলেন, তখন স্থানীয় পলিথিন ব্যবসায়ীরা তাদের ওপর হামলা চালায়। হামলার সময় শওকত আলী আহত হন, এবং জব্দ করা মালামাল ভর্তি ট্রাকটি ভাঙচুর করে মালামাল ও মেশিন লুট করে নেয় হামলাকারীরা।

পরিস্থিতি আরও গুরুতর হওয়ার পর, আহত শওকত আলীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব রুবিনা ফেরদৌসী, এবং পুলিশ এই অভিযানে সহায়তা করেছিল।

এটি একটি প্রতিবাদী হামলা হিসেবে দেখা যাচ্ছে, কারণ স্থানীয় পলিথিন ব্যবসায়ীরা অভিযানে ক্ষতিগ্রস্ত হয়েছিল।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে