ঢাকা, সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫
Sharenews24

ঝুলে থাকা শিক্ষার্থীকে গুলি: আলোচিত এসআই চঞ্চল গ্রেপ্তার

২০২৫ জানুয়ারি ২৭ ১১:০৮:০৩
ঝুলে থাকা শিক্ষার্থীকে গুলি: আলোচিত এসআই চঞ্চল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর রামপুরায় গত বছরের জুলাই মাসে ঘটে যাওয়া একটি ঘটনায় আলোচনায় আসেন পুলিশের উপপরিদর্শক (এসআই) চঞ্চল সরকার। ওই ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায়, এক তরুণ একটি নির্মাণাধীন ভবনের ছাদের কার্নিসে রড ধরে ঝুলে আছেন। সেই অবস্থায় তাকে পুলিশের সদস্যরা অন্তত ছয় রাউন্ড গুলি করে। গুলির পরও সেই তরুণ ওই অবস্থায় ঝুলে থাকেন, আর পুলিশ ঘটনাস্থল ত্যাগ করে।

এ ঘটনায় তীব্র প্রতিবাদ সৃষ্টি হয় ছাত্র-জনতার মধ্যে। পরবর্তীতে জানা যায়, ওই তরুণের গুলির শিকার হওয়ার ঘটনায় এসআই চঞ্চল সরকারের জড়িত থাকার অভিযোগ ওঠে।

এ ঘটনায় দুই মাস পর, ২৬ জানুয়ারি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সহকারী অ্যাটর্নি জেনারেল তানভীর হাসান জোহার নেতৃত্বে একটি টিম খাগড়াছড়ি জেলার দীঘিনালায় অভিযান চালিয়ে এসআই চঞ্চল সরকারকে গ্রেপ্তার করে। দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া এ খবর নিশ্চিত করেছেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে চঞ্চল সরকার তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো স্বীকার করেছেন এবং তিনি ৭ নভেম্বর দীঘিনালা থানায় যোগদান করেছিলেন। গ্রেপ্তার হওয়ার পর, তাকে ঢাকার উদ্দেশ্যে পাঠানো হয়েছে।

এই ঘটনাটি পুলিশের ভেতরের অব্যাহত দুর্নীতি ও সহিংসতার প্রতি জনসাধারণের ক্ষোভকে আরও তীব্র করেছে।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে