ঢাকা, রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

মাদরাসা শিক্ষকদের ওপর পুলিশের হামলার ঘটনায় যা বললেন হাসনাত

২০২৫ জানুয়ারি ২৬ ১৭:৩২:৫৯
মাদরাসা শিক্ষকদের ওপর পুলিশের হামলার ঘটনায় যা বললেন হাসনাত

নিজস্ব প্রতিবেদক : ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের ওপর পুলিশের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। ২৬ জানুয়ারি, রবিবার বিকেল ৩টার দিকে ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এ ঘটনার প্রতিবাদ জানান।

হাসনাত আবদুল্লাহ বলেন, "ইবতেদায়ি শিক্ষকদের ওপর পুলিশি নির্যাতন অত্যন্ত ন্যক্কারজনক এবং আমি এর তীব্র প্রতিবাদ জানাই। বাংলাদেশে মাদরাসা শিক্ষকদের দীর্ঘদিন ধরে অবহেলা করা হচ্ছে।" তিনি আরও বলেন, এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এ ঘটনায় শাহবাগে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের চাকরি জাতীয়করণসহ ছয় দফা দাবিতে অবস্থান নেওয়ার সময় পুলিশ লাঠিপেটা করে, সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করে। এতে অন্তত ছয়জন শিক্ষক আহত হন, যাদের মধ্যে একজন নারীও রয়েছেন। আহত শিক্ষকদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান জানান, পরিস্থিতি এখন স্বাভাবিক এবং শাহবাগ এলাকায় পুলিশ সদস্যদের উপস্থিতি রয়েছে। আন্দোলনকারীরা শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকাতে ছড়িয়ে পড়েছেন।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে