ঢাকা, সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫
Sharenews24

ট্রাম্পকে যে কারণে ধন্যবাদ দিলেন ড. ইউনূস

২০২৫ জানুয়ারি ২৭ ১১:৫১:৪৯
ট্রাম্পকে যে কারণে ধন্যবাদ দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর ৯০ দিনের জন্য সব বৈদেশিক সহায়তা কর্মসূচি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছেন। তবে, এই সিদ্ধান্তের বাইরে থাকবে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সহায়তা। প্রধান উপদেষ্টা শফিকুল আলম জানিয়েছেন, রোহিঙ্গাদের জন্য সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে এবং এজন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন।

২৬ জানুয়ারি এক ব্রিফিংয়ে শফিকুল আলম বলেন, "রোহিঙ্গাদের জন্য সাহায্য আমেরিকা বন্ধ করছে না"। তিনি আরও জানান, রোহিঙ্গা সংকট নিয়ে সরকার এ বছর একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করবে, যেখানে ১৭০টি দেশ অংশ নেবে। জাতিসংঘও সম্মেলনের সহ আয়োজক হিসেবে থাকবে।

প্রধান উপদেষ্টা জানান, রাখাইন প্রদেশে চলমান সিভিল ওয়ারের কারণে গত বছর থেকে আরও ৭০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে, যা মানবিক বিপর্যয়ের একটি বড় দৃষ্টান্ত।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর জানান, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশের আওতায় রোহিঙ্গাদের পুষ্টি ও খাদ্য সহায়তার জন্য অর্থায়ন অন্তর্ভুক্ত থাকবে না, এবং এই সহায়তা অব্যাহত থাকবে।

এদিকে, যুক্তরাষ্ট্রের দূতাবাসের কর্মকর্তারা ঢাকায় প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা এবং অগ্রাধিকার প্রাপ্ত বিষয়গুলির প্রতিনিধি ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে এ সহায়তা অব্যাহত রাখার বিষয়টি নিশ্চিত করেছেন।করেছেন।

কেএইচ/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে