ঢাকা, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
Sharenews24

সাবেক দুর্যোগ প্রতিমন্ত্রী এনামুর রহমান গ্রেপ্তার

২০২৫ জানুয়ারি ২৭ ০৭:১৩:০১
সাবেক দুর্যোগ প্রতিমন্ত্রী এনামুর রহমান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২৬ জানুয়ারি) দিবাগত রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গোয়েন্দা পুলিশ তাঁকে আটক করে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান রেজাউল করিম মল্লিক আটকের বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এনামুর রহমানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

এর আগে, গত বছরের সেপ্টেম্বরে ক্ষমতার অপব্যবহার এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ডা. এনামুর রহমানের বিরুদ্ধে দুদকের গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়, তিনি ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে প্রায় ছয় কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। তাঁর নামে নগদ জমা এবং বিভিন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগ রয়েছে।

এছাড়া, এনাম মেডিকেল কলেজ হাসপাতাল, এনাম এডুকেশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ভিলেজ এবং এনাম ক্যান্সার হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কোটি কোটি টাকার বিনিয়োগ রয়েছে বলে প্রতিবেদনে উঠে এসেছে।

এছাড়া, গত বছরের আগস্টে কোটা সংস্কার আন্দোলনে ছাত্র সাজ্জাদ হোসেন নিহত হওয়ার ঘটনায় ডা. এনামুর রহমানসহ ৩২১ আওয়ামী লীগের নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে