ঢাকা, রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

পতনেও ‘জেড’ গ্রুপের পাঁচ শেয়ারের ঝলক

২০২৫ জানুয়ারি ২৬ ১৭:২৫:২১
পতনেও ‘জেড’ গ্রুপের পাঁচ শেয়ারের ঝলক

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে আজ রোববার (২৬ জানুয়ারি) বড় পতন প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে সোয়া ৩৪ পয়েন্ট। আর লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে মাত্র ৭৫টির, কমেছে ২৬১টির এবং পরিবর্তন হয়নি ৬৭টির।

ডিএসই সূত্র জানিয়েছে, এদিন এমন পতনের মধ্যেও ‘জেড’ ক্যাটাগরির ৫ কোম্পানির শেয়ারে ঝলক দেখ গেছে। কোম্পানিগুলো হলো-মিথুন নিটিং, প্রাইম টেক্সটাইল, নিউলাইন ক্লোথিং, তুংহাই নিটিং ও খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং।

কোম্পানিগুলোর মধ্যে আজ ডিএসইর দাম বৃদ্ধির প্রথম ১০টির মধ্যে ছিল মিথুন নিটিং শীর্ষে এবং প্রাইম টেক্সটাইল তৃতীয়। আর তুংহাই নিটিং ছিল ১২ তম স্থানে এবং খুলনা প্রিন্টিং ছিল ১৩ তম স্থানে।

কোম্পানিগুলোর মধ্যে মিথুন নিটিংয়ের দাম বেড়েছে ৮.০৩ শতাংশ, প্রাইম টেক্সটাইলের ৬.২৫ শতাংশ, নিউলাইন ক্লোথিংয়ের ৫.৪৮ শতাংশ, তুংহাই নিটিংয়ের ৩.৪৫ শতাংশ এবং খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের ৩.৩৩ শতাংশ।

আরিফ/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে