ঢাকা, রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

ছাত্রদের আন্দোলনের মুখে সেই চার বিচারক প্রত্যাহার

২০২৫ জানুয়ারি ২৬ ২১:৪০:০৩
ছাত্রদের আন্দোলনের মুখে সেই চার বিচারক প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক: পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালত এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ৪ বিচারকের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, ঘুষ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আজ রোববার (২৬ জানুয়ারি) দুপুর ২ টা থেকে আদালত ঘেরাও এবং মহাসড়ক অবরোধ শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ৬ ঘণ্টা আন্দোলনের পর রাত ৮ টায় ওই চার বিচারককে প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত হয়। এরপর কর্মসূচি শেষ করে নেয় বৈষম্য বিরোধী ছাত্ররা।

এ বিষয়ে পঞ্চগড় জেলা প্রশাসক সাবেত আলী বলেন, বিচারকদের বিষয়ে সিদ্ধান্ত নিতে একটু সময় লাগে। কারণ আইন মন্ত্রণালয়ের পর প্রধান বিচারপতির অনুমোদন প্রয়োজন। যার প্রক্রিয়া চলছে।

তিনি জানান, তবে যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, তা আমাদের জানানো হয়েছে। ওই চার বিচারককে তাৎক্ষণিক প্রত্যাহার করা হচ্ছে এবং তারা কাল থেকে বিচারকাজে নিয়োজিত থাকবেন না। তাদের অভিযোগের বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে এবং তদন্ত প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আন্দোলনকারীরা জানান, পঞ্চগড় আদালতের সিনিয়র জেলা ও দায়রা জজ গোলাম ফারুক, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মন্ডল, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশরাফুজ্জামান ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু হেনা সিদ্দিকী আওয়ামী লীগ সরকারের দোসরের ভূমিকায় রয়েছেন এবং তারা ঘুষ ও দুর্নীতির মাধ্যমে নিয়োগ বাণিজ্য করছেন। প্রতিবাদ করায় তারা আন্দোলনকারীদের হুমকি দিয়েছেন।

গত ২২ জানুয়ারি এ বিষয়ে ছাত্র জনতা বিক্ষোভ করেছিল, যেখানে ২৪ ঘণ্টার মধ্যে বিচারকদের অপসারণের দাবি জানিয়েছিলেন। নির্ধারিত সময়ের ভিতরে পদক্ষেপ না নেওয়ায় রবিবার আদালত ঘেরাও এবং মহাসড়ক অবরোধের উদ্যোগ নেয় আন্দোলনকারীরা। এদিন নবস্থল আদালতের সব ফটকে তালা ঝুলিয়ে দেন বিক্ষোভকারীরা, যা সড়কে তীব্র যানজট সৃষ্টি করে।

সন্ধ্যায় আন্দোলনকারীরা আদালত চত্বরে প্রবেশ করে কিছু গ্লাস ভাঙচুর করে। পরে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাত ৮ টায় জেলা প্রশাসক ঘটনাস্থলে গিয়ে জানান যে, বিচারকদের প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এ বিষয়ে তদন্ত করা হবে। এরপর আন্দোলনকারীরা তাদের কর্মসূচি স্থগিত করে দেন।

জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বি বলেন, নতুন বাংলাদেশে দুর্নীতিবাজ বিচারকদের স্থান হবে না। দীর্ঘ আন্দোলনের মাধ্যমে তাদের সরাতে পেরে আমরা খুশি। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানাই। সাধারণ মানুষের কাছে সাময়িক অসুবিধার জন্য ক্ষমাও চান তিনি।

মারুফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে