ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫
Sharenews24

নির্বাচন নিয়ে তাড়াহুড়ো করলে বিপদজনক হবে: রূপা হক

২০২৫ জানুয়ারি ০৮ ২৩:১২:৩১
নির্বাচন নিয়ে তাড়াহুড়ো করলে বিপদজনক হবে: রূপা হক

নিজস্ব প্রতিবেদক: বিগত ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় নির্বাচন নিয়ে সমালোচনা করেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ সংসদ সদস্য রূপা হক। তিনি বলেন, যুক্তরাজ্য চায়, বাংলাদেশে একটি সত্যিকারের স্বচ্ছ নির্বাচন হোক। তবে এর জন্য প্রয়োজন কাঠামোগত সংস্কার। তাড়াহুড়া করলে সেটি বাংলাদেশের জন্য বিপদজনক হবে।

রাজধানী ঢাকায় এক সংবর্ধনা অনুষ্ঠানে রূপা হক বলেন, "২০১৭ সালের পর গত বছর মে মাসে বাংলাদেশে এসেছিলাম, তখন আমি ১ দশমিক শূন্য বাংলাদেশ দেখেছি। আর এখন ২ দশমিক শূন্য বাংলাদেশ দেখছি।"

তিনি বলেন, "মে মাসে সব জায়গায় প্রধানমন্ত্রীর এবং জাতির জনকের ছবি দেখেছি, যা ভালো অভ্যাস নয়। বাংলাদেশ একটি উদীয়মান দেশ, তবে এখানকার তরুণ জনশক্তিকে রাষ্ট্র সংস্কারে কাজে লাগানো দরকার।"

নির্বাচন পর্যবেক্ষণে অভিজ্ঞতা শেয়ার করে রূপা হক মন্তব্য করেন, "৭ জানুয়ারির নির্বাচন আসলে নির্বাচন ছিল না, বরং নকল নির্বাচন ছিল। অধ্যাপক ইউনুস বলেছেন, এক বছরের মধ্যে একটি সত্যিকারের স্বচ্ছ নির্বাচন আশা করা যায়, কিন্তু প্রয়োজনীয় কাঠামোও থাকতে হবে।"

এছাড়া, তিনি ব্রিটিশ সংসদে দুর্নীতি বিষয়ে আলোচনা করেন এবং বলেন, "বাংলাদেশে দুর্নীতি সংক্রান্ত আইন ও প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও এগুলোর প্রয়োগ যথাযথ নয়, যা নিশ্চিত করতে হবে।"

রূপা হক গণমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে বলেন, "ব্রিটিশ গণমাধ্যম জানায় যে বাংলাদেশে বিশৃঙ্খলা চলছে, কিন্তু আমি সফর করে দেখেছি যে বাংলাদেশে শান্তি বিরাজ করছে।" তিনি জুলাই-আগস্ট আন্দোলনের প্রসঙ্গ টেনে বলেন, "অনেক মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে, যা মানবতার বিরুদ্ধে অপরাধ।"

ব্রিটিশ এই সংসদ সদস্য আমাদের নিজ দেশের উৎপাদিত পণ্যের মানের গুরুত্ব উল্লেখ করে বলেন, "যখন দেখি 'মেইড ইন বাংলাদেশ' লেখা, তখন গর্বিত হই। কিন্তু আমি বাংলাদেশে শ্রমিকদের শোষণ দেখতে চাই না। কম পয়সায় মুনাফার চিন্তা করা উচিত নয়।"

এভাবে তিনি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচনী কাঠামো নিয়ে তার চিন্তাভাবনা আলোকপাত করেন।মারুফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে